মঙ্গলবার রাতে স্বস্তির জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (সিএসকে)। ম্যাচ জিতলেও বিতর্কিত কাজের জন্য আলোচনায় উঠে এসেছেন সিএসকে অধিনায়ক। তার চোখরাঙানিতে ভয় পেয়ে ওয়াইড দিতে গিয়েও দেননি আম্পায়ার পল রাইফেল, যা নিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন স্বয়ং ধোনি।
চেন্নাইয়ের দেয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নামা হায়দ্রাবাদের ইনিংসের ১৯তম ওভারে ঘটে এই ঘটনা। পেসার শার্দুল ঠাকুরের একটি বল ব্যাটসম্যান রশিদ খানের আয়ত্তের বাইরে দিয়ে যাওয়ায় সেটি নিয়ম অনুসারে ওয়াইড হয়। পরের বলও একই ভাবে দূরে ছিল। এটি দেখে আম্পায়ার পল রাইফেল দু’হাত ছড়িয়ে ওয়াইডের সংকেত দিতে গিয়েছিলেন।
কিন্তু আম্পায়ার হাত তোলার আগেই রাগে অগ্নিমূর্তি হয়ে পড়েন ধোনি। এরপর হাত গুটিয়ে নিয়ে ওয়াইডের সংকেত দেয়া থেকে বিরত থাকেন তিনি। রিপ্লেতে দেখা যায় বলটি পরিষ্কার ওয়াইড ছিল। কিন্তু ধোনির প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতেই আম্পায়ার ওয়াইড দেননি।
এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ধোনির সমালোচনা শুরু হয়। একজন লেখেন, ‘যদি ধোনিই সব কিছু ঠিক করবেন, তাহলে আর আম্পায়ারদের রাখা হচ্ছে কেন? তিনি কীভাবে আম্পায়ারকে বলে দেন যে কী করতে হবে!
এসব দেখতে আমরা অভ্যস্ত নই।’ আরেকজন ক্রিকেটভক্ত লেখেন, ‘ধোনি আম্পায়ারকে কিনে নিয়েছেন। আর এমন ঘটনা এবারই প্রথম হল না।’
সূত্রঃ ডেইলি বাংলাদেশ