হায়দ্রাবাদকে হারিয়ে টিকে থাকল ধোনির চেন্নাই

ক্রিকেট দুনিয়া October 14, 2020 1,713
হায়দ্রাবাদকে হারিয়ে টিকে থাকল ধোনির চেন্নাই

হারলেই প্লে অফের লড়াই থেকে একপ্রকার বিদায়। এমন বিরূপ পরিস্থিতিতে জয়ের কোনো বিকল্প ছিল না। প্রয়োজন ছিল প্রবল বেগে ঘুরে দাঁড়ানো। সেটি শেষ অবধি করে দেখাল ধোনিরা। ডু অর ডাই ম্যাচে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে ২০ রানে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকল তিনবারের চ্যাম্পিয়নরা।


টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে চেন্নাই করে ৬ উইকেটে ১৬৭ রান। এবারের টুর্নামেন্টে চেন্নাইয়ের সব চেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান দু প্লেসিস এ দিন ব্যর্থ। গোল্ডেন ডাক। স্যাম কারেনকে দ্রুত রান তোলার জন্য ওপেন করতে পাঠানো হয়েছিল। নিজের কাজটা ঠিকঠাকই করছিলেন তিনি। ২১ বলে ৩১ রান করার পরে সন্দীপ শর্মার বলে বোল্ড তিনি।


৩৫ রানে ২ উইকেট নেই। আম্বাতি রায়ুডু ও ওয়াটসন ৮১ রানের পার্টনারশিপ ইনিংসকে উজ্জীবিত করে। সেট হয়ে যাওয়ার পরে রায়ুডু ৩৪ বলে ৪১ রানে আউট হন। রায়ুডুর মতোই ফুলটস বলে মণীশ পাণ্ডের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়াটসন (৪২)। ধোনি আগের ফর্মে ধরা না দিলেও ১৩ বলে করেন ২১ রান করেন। জাদেজা (১০ বলে ২৫) শেষ পর্যন্ত টিকে থেকে চেন্নাইকে নিয়ে যান ১৬৭-তে।


জবাব দিতে নেমে স্যাম কারেন বিপজ্জনক হতে দেননি হায়দরাবাদা অধিনায়ক ওয়ার্নারকে (৯)। ডোয়াইন ব্রাভোর সরাসরি থ্রোয়ে রান আউট মণীশ পাণ্ডে (৪)। বেয়ারস্টোকে (২৩) বোকা বানিয়ে বোল্ড করেন জাদেজা। কর্ণ শর্মার ডেলিভারি সোজা জাদেজার হাতে তুলে দেন প্রিয়ম গর্গ (১৬)।


কেন উইলিয়ামসন হায়দরাবাদকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। দ্রুত রান তুলতে গিয়ে কিউই তারকা (৫৭) শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়লেন। ফিল্ডিং অনুযায়ী বল করে বিজয় শঙ্করকে (১২) আউট করেন ব্রাভো।


রশিদ খান যেকোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। ৮ বলে ১৪ রান করার পরে তিনিও ফিরে যান। শেষ ওভারে জেতার জন্য হায়দরাবাদের দরকার ছিল ২২ রান। শেষ ওভারে ব্রাভো দিলেন মাত্র ২ রান। ওয়ার্নারের দল থামে ১৪৭ রানে।


১০ বলে অপরাজিত ২৫ রান, বল হাতে এক উইকেট নেয়া রবীন্দ্র জাদেজা জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। ৮ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে চেন্নাই। সমান ৬ পয়েন্ট নিয়ে পঞ্চমে হায়দরাবাদ (রান রেটে এগিয়ে থাকায়)। - নয়া দিগন্ত অনলাইন