আজ মুখোমুখি কলকাতা-ব্যাঙ্গালোর, দেখে নিন সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া October 12, 2020 1,925
আজ মুখোমুখি কলকাতা-ব্যাঙ্গালোর, দেখে নিন সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স। দুবাইয়ে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত আটটা ।


ব্যাঙ্গালোর এর আগে মোট ৪টি ম্যাচে জয়ী হয়েছে। দুটি ম্যাচে তারা জিততে পারেনি। একটি ম্যাচে শ্রেয়াসের দলের কাছে হেরে গিয়েছিল তারা। আর একটি ম্যাচে পঞ্জাবের কাছে হেরে গিয়েছিল বিরাটের দল।


অন্যদিকে কলকাতাও এবার ভালোই খেলছে। তারাও চারটি ম্যাচে জয়ী হয়েছে। ব্যাঙ্গালোর মত কলকাতাও একটি ম্যাচে শ্রেয়াসের দলের কাছে হেরে গিয়েছিল। অন্য ম্যাচে তারাও পঞ্জাবের কাছে হেরে গিয়েছিল। দুই দল এখন তাই সমানে সমানে।


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য সেরা একাদশ: অ্যারন ফিঞ্চ, দেবদত্ত পাডিক্কাল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস মরিস, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, ইসুর উদানা/অ্যাডাম জামপা, গুরকিরাত সিং মান/মোহাম্মদ সিরাজ, নবদীপ সায়নী, যুজবেন্দ্র চাহাল।


কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য সেরা একাদশ : রবি ত্রিপাথি, শুভমান গিল, নিতিশ রানা, ইয়ন মরগ্যান, আন্দ্রে রাসেল/ টম ব্যান্টন, দিনেশ কার্তিক (অধিনায়ক), সুনিল নারিন, প্যাট কামিন্স, কেএল নাগারকতি, প্রসিধ কৃষ্ণা, বরুন অরুণ।


সূত্রঃ স্পোর্টসজোন২৪