পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের স্কোয়াড ঘোষণা

ক্রিকেট দুনিয়া October 11, 2020 1,657
পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের স্কোয়াড ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। আর সেই সফরকে সামনে ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।


যেখানে দলে ফিরছেন পেসার ব্লেসিং মুজারবানি। এছাড়া ইঞ্জুরির কারণে জিম্বাবুয়ের অন্যতম সেরা পেসার কাইল জার্ভিসকে পাচ্ছে না জিম্বাবুয়ে। চমক হিসেবে নতুন মুখ রয়েছে দুটি। মিল্টন শুম্বা ও ফারাজ আকরাম প্রথমবার দলে ডাক পেয়েছেন।


আগামী ১৯ অক্টোবর পাকিস্তানের উদ্দেশে উড়াল দিবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর। বাকি দুটি ওয়ানডে খেলবে ১ ও ৩ নভেম্বর। এছাড়া টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৭ নভেম্বর। বাকি দুটি হবে ৮ ও ১০ নভেম্বর।


পাকিস্তান সফরের জন্য জিম্বাবুয়ের স্কোয়াডঃ

চামু চিবাবা (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান ব্রুল, ব্রায়ান চারি, টেন্ডাই চাতারা, এলটন চিকাম্বুরা, টেন্ডাই চিসোরো, ক্রেইগ আরভিন, মিল্টন শুম্বা, শন উইলিয়ামস, তিনাশে কামুনহাকাম্বে, ওয়েসলি মাধেভেরি, কার্ল মুম্বা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুজুম্বা, ব্লেসিং মুজারবানি , ব্রেন্ডন টেইলর ও ডোনাল্ড তিরিপানো।


সূত্রঃ স্পোর্টসজোন২৪