বিকেলে মুখোমুখি রাজস্থান- হায়দ্রাবাদ; দেখে নিন সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া October 11, 2020 2,846
বিকেলে মুখোমুখি রাজস্থান- হায়দ্রাবাদ; দেখে নিন সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজকের প্রথম ম্যাচে মুখোমুখি বেন স্টোকসের রাজস্বান রয়্যালস ও জনি বেয়ারস্টোর সানরাইজার্স হায়দরাবাদ। দুবাইয়ে বাংলাদেশ সময় বিকেল ৪ টায় ম্যাচটি মাঠে গড়াবে।


পয়েন্ট টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন হায়দরাবাদ। ৬ ম্যাচ খেলে ৩ জয়ে বিপরীতে ৩ হারে এই অবস্থানে আছে অরেঞ্জ আর্মিরা। তাদের পয়েন্ট ৬। এই ম্যাচ বড় ব্যবধানে জিততে পারলে তারা উঠে যাবে সেরা চারে।


অন্যদিকে এবারের আসরে তেমন জ্বলে উঠতে পারেনি রাজস্বান রয়্যালস। স্মিথের নেতৃত্বাধীন দলটি ৬ ম্যাচ খেলে ২ জয়ের বিপরীতে হেরেছে ৪টি ম্যাচ। তাদের পয়েন্ট ৪। তারা অবস্থান করছে ৭ নম্বরে। আর এ টুর্নামেন্টে টিকে থাকতে সামনের ম্যাচগুলে জয়ের বিকল্প নেই। তাই তাদের একাদশে পরিবর্তন আনতে পারে। একাদশে থাকতে পারেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।


সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য সেরা একাদশ: ডেভিড ওযার্নার (অধিনায়ক), জনি বেয়ারেস্ট, কেন উইলিয়ামসন, মানিশ পান্ডে, প্রিয়াম গর্গ, অভিষেক শর্মা, আবদুল সামাদ, রশিদ খান, সন্দীপ শর্মা, খলিল আহমেদ, টি নটরাজন।


রাজস্থান রয়্যালসের সম্ভাব্য সেরা একাদশ: জস বাটলার, স্টিভেন স্মিথ (অধিনায়ক), সাঞ্জু স্যামসন, জশস্বী জেসওয়াল, রাহুল তেওয়াতিয়া, মহীপাল লমরর, শ্রেয়াস গোপাল, কার্তিক ত্যাগি, বেন স্টোকস, জোফরা আর্চার, বরুন অরুণ।


সূত্রঃ স্পোর্টসজোন২৪