জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি ক্যাপিটালস

ক্রিকেট দুনিয়া October 10, 2020 2,144
জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি ক্যাপিটালস

৬ ম্যাচে পাঁচ জয় নিয়ে এবারের আইপিএলের শীর্ষে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। এবারের ২৩ তম ম্যাচে ১৮৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে ৪৬ রান জয় নিজেদের করে নিয়েছে শ্রেয়াল আইয়ারের দল।


রবিচন্দ্র আশ্বিনের ঘূর্নি বলে রাজস্থান রয়্যালসকে ২০ ওভারেই অলআউট ১৩৮ রানে অলআউট করে দেয় দিল্লি। রাহুল তেওয়ারী ৩৮ রানে ছিলেন দলের পক্ষে সব চেয়ে বেশী।


এর আগে ১০৯ রানের মধ্যে সাজঘরে শীর্ষ ৫ ব্যাটসম্যান। দিল্লি ক্যাপিটালস তখন রীতিমত ধুঁকছিল। সেখান থেকে শুরু হয় সিমরন হেটমায়ারের ঝড়।


শারজায় ক্যারিবীয় এই তারকার ব্যাটে চড়েই ধুঁকতে থাকা দিল্লি শেষ পর্যন্ত গড়েছে ৮ উইকেটে ১৮৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি। জিততে হলে রাজস্থান রয়্যালসকে করতে হবে ১৮৫ রান।


টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দিল্লি। দলীয় ১২ রানের মাথায় জোফরা আর্চারের শিকার হয়ে শিখর ধাওয়ান ফেরেন মাত্র ৫ করে।


৫০ রানের মধ্যে ৩ উইকেট খোয়ায় দিল্লি। ধুঁকতে থাকা দলটি শেষ পর্যন্ত স্কোর বোর্ডে ১৮৪ রান তুলতে সক্ষম হয়। ম্যাচ সেরা : রবিচন্দ্র আশ্বিন


রাজস্থান রয়্যালসের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জোফরা আর্চার। ৪ ওভারে ২৪ রান খরচায় ৩টি উইকেট নেন এই পেসার। - আমাদের সময়