আজ মুখোমুখি পাঞ্জাব-হায়দরাবাদ, দেখে নিন সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া October 8, 2020 2,053
আজ মুখোমুখি পাঞ্জাব-হায়দরাবাদ, দেখে নিন সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২২তম ম্যাচে আজ (৮ অক্টোবর) মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কিংস ইলেভেন পাঞ্জাব। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি মাঠে গড়াবে।


আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ৩০২ রান করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। সামিল রয়েছে একটি শতরান। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনিই সর্বাধিক রান সংগ্রাহক। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের আফগান স্পিনার রশিদ খান চলতি আইপিএলে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৫টি উইকেট নিয়েছেন।


আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে একটি সেঞ্চুরি সহ ২৭২ রান করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে চলতি আইপিএলে পাঁচ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন শেলডন কোটরেল।


দুই দলের সম্ভাব্য সেরা একাদশঃ

সানরাইজার্স হায়দ্রাবাদ – ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মণীশ পান্ডে, কেন উইলিয়ামসন/জেসন হোল্ডার, প্রিয়ম গার্গ, অভিষেক শর্মা, আবদুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার/সন্দীপ শর্মা/সিদ্ধার্থ কৌল, খলিল আহমেদ, টি নাটারাজন।


কিংস ইলেভেন পাঞ্জাব– কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, গ্লেন ম্যাক্সওয়েল, নিকোলাস পুরান, জেমস নীশাম, সরফরাজ খান, কৃষ্ণপ্পা গোথম, রবি বিষনাই, মহম্মদ শামি এবং শেল্ডন কট্রেল।


সূত্রঃ স্পোর্টসজোন২৪