স্লো ওভার রেটের কারণে রাজস্থানের অধিনায়কের জরিমানা

ক্রিকেট দুনিয়া October 7, 2020 1,157
স্লো ওভার রেটের কারণে রাজস্থানের অধিনায়কের জরিমানা

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৫৭ রানের বড় ব্যবধানে হার দেখে রাজস্থান রয়্যালস। ম্যাচটিতে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন রাজস্থান অধিনায়ক স্টিভেন স্মিথ। এবার আরও খারাপ খবর হয়ে এই অধিনায়কের সামনে এসেছে বড় অঙ্কের জরিমানা। – ক্রিকইনফো


স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হলো রাজস্থানের এই অজি ক্রিকেটারকে। এবারের আসরে প্রথমবারের মতো স্লো ওভার রেটের কারণে শাস্তি পেতে হলো রাজস্থান ও স্মিথকে।


স্মিথের জরিমানার পরিমাণ জানিয়ে আইপিএল কমিটি থেকে একটি বিবৃতি দেওয়া হয়। যেখানে বলা হয়, এবারের আইপিএলে প্রথমবারের মতো স্মিথ এবং তার দল আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছেন। স্লো ওভার রেটের কারণে তাই স্মিথকে ১২ লাখ রুপি জরিমানা করা হলো। - আমাদের সময়