আজ বুধবার (৭ অক্টোবর) আবুধাবিতে আবার মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। এবার সামনে ধোনির চেন্নাই সুপার কিংস। টানা তিন ম্যাচে হারার পর কিংস ইলেভেন পঞ্জাবকে ১০ উইকেটে হারিয়ে ছন্দে ফিরেছে সিএসকে।
অন্যদিকে টানা দুটো ম্যাচে জেতার পর দিল্লির কাছে আগের ম্যাচ হেরেছে কেকেআর। জয়ে ফেরাই লক্ষ্য কেকেআরের অন্যদিকে জয়ের ধারাবাহিকতা ধরে রাখা লক্ষ্যে সিএসকে।
পাঞ্জাবের বিরুদ্ধে ফর্মে ফিরেছেন শেন ওয়াটসন। ছন্দে রয়েছেন ফাফ ডু প্লেসি। মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব। স্যাম কুরান, জাদেজা বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ধোনির বড় ভরসা।
দীপক চাহার-শার্দুল ঠাকুররা বোলিংয়ে ধারাবাহিকতা দেখাচ্ছেন। তেমনই সাবেক কেকেআর স্পিনার পীযুষ চাওলা নাইটদের বিরুদ্ধে ধোনির তুরুপের তাস হতে পারেন।
অন্যদিকে কেকেআরের শুভমান গিল, নীতিশ রানা, ইয়ন মরগ্য়ানরা রানের মধ্যে রয়েছেন। ব্যাট হাতে ব্যর্থ সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল। বোলিংয়ে ধারাবাহিক নন প্যাট কামিন্স। শিবম মাভি-বরুণ চক্রবর্তীরা অবশ্য বল হাতে ভরসা দিতে পারেন কার্তিককে।
চেন্নাইয়ের বিরুদ্ধে অবশ্য দল হিসেবে অলআউট ঝাঁপাতে হবে। তেমনই প্রথম একাদশে দু একটা বদল হতে পারে নাইট শিবিরে। তেমনই বদল হতে পারে ব্যাটিং অর্ডারেও। এই ম্যাচে অধিনায়ক কার্তিকের বড় পরীক্ষা।
কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ: শুভমন গিল, সুনীল নারিন, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক (ক্যাপ্টেন ও উইকেটকিপার), আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, প্যাট কামিন্স, কমলেশ নাগারকোটি ও শিবম মাভি।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশ: ফ্যাফ ডু'প্লেসি, শেন ওয়াটসন, আম্বাতি রায়াডু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, ডোয়েন ব্র্যাভো, দীপক চাহার, শার্দুল ঠাকুর ও পীযূষ চাওলা।
সূত্রঃ আমাদের সময় ও হিন্দুস্থান টাইমস