মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে তিন দলের ওয়ানডে সিরিজ, ২৩ অক্টোবর ফাইনাল দিয়ে শেষ হবে ডাবল লিগ পদ্ধতির এই সিরিজটি। মাহমুদউল্লাহ একাদশ, তামিম একাদশ ও নাজমুল একাদশ এই তিন দলের নামের সিরিজটি মাঠে গড়াবে।
তিন দলের এই সিরিজটিকে সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জাতীয় দলের ক্যাম্পে থাকা ২৭ ক্রিকেটারের পাশাপাশি স্কোয়াডে আছে এইচপি ও অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা। এই তিনটি দলের অধিনায়কত্বও করবেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত।
আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে প্রতিটা ম্যাচেই রাখা হয়েছে রিজার্ভ ডে। প্রতিটি দল একে অপরের সাথে দুইবার করে মুখোমুখি হবে, সব গুলো ম্যাচই হবে দিবারাত্রির। গ্রুপ পর্বের সেরা ২ দল নিয়ে ২৪ অক্টোবর হবে সিরিজের ফাইনাল, ম্যাচ শুরু দুপুর ১.৩০ টায়। সব গুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে জৈব সুরক্ষিত প্রটোকল নিশ্চিত করে।
তিন দলের ওয়ানডে সিরিজের সূচিঃ
প্রথম ম্যাচ, ১১ অক্টোবর
মাহমুদউল্লাহ একাদশ – নাজমুল একাদশ
রিজার্ভ ডে – ১২ অক্টোবর
দ্বিতীয় ম্যাচ, ১৩ অক্টোবর
মাহমুদউল্লাহ একাদশ – তামিম একাদশ
রিজার্ভ ডে -১৪ অক্টোবর
তৃতীয় ম্যাচ, ১৫ অক্টোবর
নাজমুল একাদশ – তামিম একাদশ
রিজার্ভ ডে – ১৬ অক্টোবর
চতুর্থ ম্যাচ, ১৭ অক্টোবর
মাহমুদউল্লাহ একাদশ – নাজমুল একাদশ
রিজার্ভ ডে – ১৮ অক্টোবর
পঞ্চম ম্যাচ, ১৯ অক্টোবর
মাহমুদউল্লাহ একাদশ – তামিম একাদশ
রিজার্ভ ডে – ২০ অক্টোবর
ষষ্ঠ ম্যাচ, ২১ অক্টোবর
নাজমুল একাদশ – তামিম একাদশ
রিজার্ভ ডে – ২২ অক্টোবর
ফাইনাল, ২৩ অক্টোবর
রিজার্ভ ডে – ২৪ অক্টোবর
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি