পয়েন্ট টেবিলের শীর্ষে বর্তমানে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। দুবাই শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ৬ অক্টোবর রাজস্থান রয়্যালসের বিপক্ষে বড় জয়ে পেয়েছে মুম্বাই। ১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে মুম্বাইয়ের বোলিং তোপে পড়ে মাত্র ১৮.১ ওভারেই ১৩৬ রানে অল আউট হয়ে যায় রাজস্থান রয়্যালস।
জজ বাটলার ৭০ রানে ফিরে গেলে রাজস্থান রয়্যালসের জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়। জাসপ্রিত বুমরা নিজের ৪ ওভারে ২০ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে রোহিত শর্মা, কুইন্টন ডি কক শুরুটা করে দিয়েছিলেন।
হার্দিক পান্ডিয়াকে নিয়ে শেষটা করলেন সূর্যকুমার যাদব। তিন নম্বরে নামা এই ব্যাটসম্যানের ৪৭ বলে ৭৯ রানের ঝকঝকে এক ইনিংসে ভর করেই ৪ উইকেটে ১৯৩ রানের বড় পুঁজি পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালসের পক্ষে গুপাল ২ টি উইকেট তুলে নেয়। ম্যাচ সেরা হয় : ৪৭ বলে ৭৯ রান করা সূর্যকুমার যাদব।
সূত্রঃ আমাদের সময়