প্রায় ৬ মাসের দীর্ঘ বিরতির পর ৫০ ওভারের ক্রিকেটে ফিরতে যাচ্ছে টাইগার ক্রিকেটাররা, সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে এই ফর্মেটে ম্যাচ খেলেছে তামিম – মাহমুদউল্লাহরা। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনা অনুযায়ী তিন দলের ওয়ানডে সিরিজ দিয়ে, এই সিরিজের জন্য স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর নামে আলাদা ৩ টা দল গড়ে তার জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, জাতীয় দলের ক্যাম্পে থাকা ২৭ ক্রিকেটারের পাশাপাশি স্কোয়াডে আছে এইচপি ও অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা। এই তিনটি দলের অধিনায়কত্বও করবেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত।
১১ অক্টোবর মাহমুদ একাদশ ও নাজমুল একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে তিন দলের ওয়ানডে সিরিজ, বৃষ্টির কথা মাথায় রেখে প্রতিটা ম্যাচেই রাখা হয়েছে রিজার্ভ ডে। প্রতিটি দল একে অপরের সাথে দুইবার করে মুখোমুখি হবে, সব গুলো ম্যাচই হবে দিবারাত্রির। গ্রুপ পর্বের সেরা ২ দল নিয়ে ২৩ অক্টোবর হবে সিরিজের ফাইনাল, ম্যাচ শুরু দুপুর ১.৩০ টায়।
বিসিবির ঘোষিত তিন দলের স্কোয়াডঃ
মাহমুদউল্লাহ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, মৃত্যঞ্জয় চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান , আমিনুল ইসলাম বিপ্লব।
স্ট্যান্ডবাইঃ আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, হাসান মুরাদ
নাজমুল একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন
স্ট্যান্ডবাইঃ সুমন খান, শাদমান ইসলাম, তানভীর ইসলাম
তামিম একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, আনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মাহেদি হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি
স্ট্যান্ডবাইঃ শফিকুল ইসলাম, মাহিদুল আনকন, মেহেদী হাসান রানা
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি