বলে থুথু লাগিয়ে হাসি মুখে ভুল স্বীকার কোহলির

ক্রিকেট দুনিয়া October 6, 2020 1,650
বলে থুথু লাগিয়ে  হাসি মুখে ভুল স্বীকার কোহলির

রবিন উথাপ্পার পর এবার বিরাট কোহলি । দীর্ঘ দিনের অভ্যাস কি আর এত দ্রুত বদলায়! বদলাতে আর পারলেন কই। বল শাইন করার উদ্দেশে কদিন আগে রাজস্থান রয়ালসের রবিন উথাপ্পা বলে লালা লাগিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন।


আইসিসির নিয়ম অনুযায়ী করোনা পরবর্তী ক্রিকেটের নিয়মে যোগ হয়েছে বলে লালা লাগানো নিষিদ্ধ। এতদিনের অভ্যাস ভুলে রাখাটা তো এত সহজ না।


সোমবার দুবাইয়ে দিল্লির বিরুদ্ধে ফিল্ডিং করার সময় নভদীপ সাইনির বলে পৃথ্বী শ’র কাভার ড্রাইভ আটকে দেন বিরাট কোহলি। তারপর বল ধরে সব ভুলে হঠাৎ করেই অভ্যাসবশত বলে লালা লাগাতে গিয়ে মনে পড়ে যায় কোভিড বিধি। সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে হাসি মুখে ভুল স্বীকার করে নেন বিরাট কোহলি।


তবে আপাতত শাস্তি হবে না বিরাট কোহলির। কারণ, আইসিসির কোভিড নীতি অনুযায়ী, বলের পালিশ ধরে রাখতে লালা বা থুথুর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হবে, তাই বলে কেউ থুথু বা লালা ব্যবহার করলে আম্পায়াররা ব্যবস্থা নেবেন। কিন্তু একই ভুলের পুনরাবৃত্তি হলে সতর্ক করা হবে সংশ্লিষ্ট দলকে। ইনিংস প্রতি দুবার সতর্ক করার পরেও একই জিনিস করলে ব্যাটিং দল পাঁচ রান পেনাল্টি পাবে।


বিরাটের অভ্যাসবশত বলে এই থুথু লাগানোর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকারও টুইট করেছেন সেই ক্রিকেটের এতদিনের অভ্যাস নিয়ে।


ভুল করার দিনেই অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০০ রানের ক্লাবে ঢুকে পড়লেন বিরাট কোহলি। বিরাট ৪৩ রান করলেও দিল্লির কাছে ৫৯ রানে হেরে যায় আরসিবি।