জার্সিতে কিছুটা পরিবর্তন আনলেও পারফর্মেন্সে পরিবর্তন ঘটেনি দিল্লি ক্যাপিটালসের, দুবাইয়ে নিজেদের পঞ্চম ম্যাচে চতুর্থ জয় তুলে নিয়েছে দলটি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে শ্রেয়ার আয়ারদের জয় ৫৯ রানের বিশাল ব্যবধানে, কাগিসো রাবাদা ২৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
১৯৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য, সেটা তাড়া করতে হলে উড়ন্ত একটা সূচনা দরকার ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা তরুণ দেবদূত প্যাডিকাল ও অ্যারন ফিঞ্চের ওপেনিং জুটি সেটা এনে দিতে ব্যর্থ হন, উদ্ভোধনী জুটিতে আসে ১৮ বলে মাত্র ২০ রান। ৬ বলে ৪ রান করেন দেবদূত, পরের ওভারে তাকে অনুসরণ করেন অ্যারন ফিঞ্চও; তার ব্যাট থেকে আসে ১৪ বলে ১৩ রানের ইনিংস।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সবচেয়ে বড় ধাক্কা খায় পাওয়ার প্লের একদম শেষ ওভারে, অ্যানরিখ নরৎজের করা ওভারের পঞ্চম বলে শেখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান দুর্দান্ত ফর্মে থাকা এবি ডি ভিলিয়ার্স। চতুর্থ উইকেটে মঈন আলীকে নিয়ে ৩২ রানের পার্টনারশিপ গড়লেও ৩৭ বল খেলে ফেলেন ভিরাট কোহলি, ১৩ বলে ১১ রান করেন মঈন আলী। ৩৯ বলে ২ চার ও ১ ছয়ে ৪৩ রান করা ভিরাট কোহলির বিদায়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হার নিশ্চিত হয়ে যায়।
এরপর আর ব্যাট হাতে অতিমানবীয় কিছু করে দেখাতে পারেননি, ক্রমেই অসম্ভব হয়ে ওঠা সমীকরণ মেলাতে পারেনি কেউই। শেষ পর্যন্ত পেসার কাগিসো রাবাদার বোলিং তোপে পড়ে ৫৯ রানের বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে, হ্যাট্রিক মিস করলেও ৪ ওভার বোলিং করে মাত্র ২৪ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন রাবাদা।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দিল্লি ক্যাপিটালসকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার পৃথ্বী শ ও শেখর ধাওয়ান, ৪০ বল স্থায়ী উদ্ভোধনী জুটিতে আসে ৬৮ রান। ২৩ বলে ৫ চার ও ২ ছয়ে ৪২ রান করে আউট হন শ, ধাওয়ানের ব্যাট থেকে আসে ২৮ বলে ৩ চারে ৩২ রান। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আয়ার ১১ রান করে আউট হলে ৯০ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় দলটি।
এরপরের গল্পটা শুধুই মারকাস স্টয়নিস ও রিশাভ প্যান্টের, চতুর্থ উইকেটে দুজনের ৪১ বলে ৮৯ রানের বিধ্বংসী জুটিতে বড় স্কোরের পথ পরিস্কার করে দিল্লি ক্যাপিটালস। ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৭ রান করে মোহাম্মদ সিরাজের বলে প্যান্ট আউট হলেও ফিফটি তুলে নেন স্টয়নিস।
২৬ বলে ৬ চার ও ২ ছয়ে ৫৩ রানে অপরাজিত থাকেন মারকাস স্টয়নিস, শিমরন হেটমায়ারের ব্যাট থেকে আসে অপরাজিত ১১ রানের ইনিংস। ৩৪ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ, ১ টি করে উইকেট পেয়েছেন মঈন আলী ও ইসুরু উদানা।
সংক্ষিপ্ত স্কোরঃ
দিল্লি ক্যাপিটালস ১৯৬/৪ (মারকাস স্টয়নিস ৫৩*, পৃথ্বী শ ৪৩, রিশাভ প্যান্ট ৩৭, শেখর ধাওয়ান ৩২, মোহাম্মদ সিরাজ ২/৩৪, মঈন আলী ১/২১, ইসুরু উদানা ১/৪০)।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৩৭/৯ (ভিরাট কোহলি ৪৩, ওয়াশিংটন সুন্দর ১৭, অ্যারন ফিঞ্চ ১৩, নবদ্বীপ সাইনি ১২, কাগিসো রাবাদা ৪/২৪, অ্যানরিখ নরৎজে ২/২২, আক্সার প্যাটেল ২/১৮, রবিচন্দ্রন অশ্বিন ১/২৪)।
ম্যাচ সেরাঃ কাগিসো রাবাদা (দিল্লি ক্যাপিটালস)।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি