‘কিংবদন্তি’ আখ্যা দিয়ে মাশরাফিকে জন্মদিনের শুভেচ্ছা জানাল আইসিসি

ক্রিকেট দুনিয়া October 5, 2020 1,204
‘কিংবদন্তি’ আখ্যা দিয়ে মাশরাফিকে জন্মদিনের শুভেচ্ছা জানাল আইসিসি

দেশের ক্রিকেট ইতিহাসের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ৩৭তম জন্মদিন আজ। ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলে জন্মগ্রহণ করেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। বর্তমানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি জীবনের ৩৬ বসন্ত কাটিয়ে আজ ৩৭তম বছরে পা দিলেন। আর তাকে কিংবদন্তি উপাধি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইট বার্তায় আইসিসি লিখেন, “বাংলাদেশের হয়ে যেসব রেকর্ড মাশরাফির- অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১১৭টি ম্যাচ, ওয়ানডেতে সবচেয়ে বেশি ২৬৯টি উইকেট, ওয়ানডেতে সেরা বোলিং ফিগার ২৬/৬, যৌথভাবে সবচেয়ে বেশি ২১৮টি ওয়ানডে ম্যাচ খেলা ক্রিকেটার। বাংলাদেশের একজন কিংবদন্তিকে শুভ জন্মদিন!”


প্রসঙ্গত যে, ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশকে ৮৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। যার মধ্যে জিতেছেন ৫০টিতে। বাংলাদেশের আর কোনো অধিনায়ক ৫০ জয়ে দলকে নেতৃত্ব দিতে পারেননি। টি-২০ ফরম্যাটেও মাশরাফির নেতৃত্বে সর্বোচ্চ ১০টি জয় পেয়েছে টাইগাররা। টি-২০ ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেও ওয়ানডে ও টেস্ট থেকে এখনও বিদায় নেননি ম্যাশ।


সূত্রঃ আমাদের সময়