আইপিএলের চলতি আসরের প্রথম ১০ উইকেটের জয় তুলে নিলো চেন্নাই সুপার কিংস। রোববার (৪ অক্টোবর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের ছুড়ে দেওয়া ১৭৯ রানের টার্গেট তারা ১৭.৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই ছুঁয়ে ফেলে।
আইপিএলের ইতিহাসে এটি দ্বাদশ ১০ উইকেটের জয়। ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে কেবল ২০১১ ও ২০১৪ সালে কোনো দল ১০ উইকেটে জয় পায়নি। এ ছাড়া প্রত্যেক আসরেই ছিল বড় এই জয়। অবশ্য ২০১৩ সালে চেন্নাই মোহালিতে এই পাঞ্জাবকেই ১০ উইকেটে হারিয়েছিল আরো একবার।
রোববার পাঞ্জাবের ছুড়ে দেওয়া ১৭৯ রানের টার্গেট কোনো উইকেট না হারিয়েই ছুঁয়ে ফেলা সম্ভব হয়েছে চেন্নাইয়ের দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেট ওয়াটসন ও ফাপ ডু প্লেসিসের ব্যাটে ভর করে। ওয়াটসন ৫৩ বলে ১১টি চার ও ৩ ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন। আর ডু প্লেসিস ৫৩ বলে ১১ চার ও ১ ছক্কায় ৮৭ রানে অপরাজিত থাকেন।
তার আগে পাঞ্জাবের ১৭৮ রানের ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান করেন লোকেশ রাহুল। তিনি ৫২ বলে ৭ চার ও ১ ছক্কায় এই রান করেন। এ ছাড়া নিকোলাস পুরান ৩৩, মানদীপ সিং ২৭ ও মায়াঙ্ক আগারওয়াল ২৬ রান করেন। বল হাতে চেন্নাইর শার্দুল ঠাকুর দুটি উইকেট নেন।
চেন্নাই সুপার কিংসের এটি দ্বিতীয় জয়। অন্যদিকে পাঞ্জাবের চতুর্থ হার। ম্যাচ সেরা নির্বাচিত হয় : শেন ওয়াটসন