আজ আইপিএলের দুটি ম্যাচে খেলা হচ্ছে। প্রথম ম্যাচে থাকছে ব্যাঙ্গালোর ও রাজস্থান। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি লড়বে দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা। দ্বিতীয় ম্যাচে খেলা হবে শারজা স্টেডিয়ামে। শ্রেয়াসের দল দিল্লি ইতিমধ্যেই দুটি ম্যাচে জয়ী হয়েছে। এর আগের ম্যাচেই তারা জিততে পারেনি।
সেই ম্যাচে হায়দরাবাদের কাছে হারতে হয়েছিল তাদের। অন্যদিকে দিনেশ কার্তিক -এর কলকাতাও আগের দুটি ম্যাচেই জয়ী হয়েছে। প্রথম ম্যাচে মুম্বইয়ের কাছে হারতে হয়েছিল তাদের। পর পর দুটি ম্যাচে জিতে এখন অনেকটাই আত্মবিশ্বাসী তারা। এই ম্যাচে আবার জেতার আশা তাদের থেকেই যাচ্ছে।
তবে দিল্লিও কোনও অংশে কম যায়না। কলকাতার থেকে তাদের দল কিছুটা হলেও বেশি শক্তিশালী। এই দলকে টক্কর দিতে কলকাতা প্রস্তুতি নিয়েই মাঠে নামবে আশা করা যায়। তাই দুই দলের লড়াই হবে আজ দেখবার মত।
দিল্লির সম্ভাব্য প্রথম একাদশ: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শিমরন হেতমায়ের, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), ঋষভ পন্ত (উইকেটকিপার), মার্কাস স্টোইনিস, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্ৎজে ও ইশান্ত শর্মা।
কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ: শুভমন গিল, সুনীল নারিন, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক (ক্যাপ্টেন ও উইকেটকিপার), আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, প্যাট কামিন্স, কুলদীপ যাদব, কমলেশ নাগারকোটি ও শিবম মাভি।
সূত্রঃ এশিয়ানেট। হিন্দুস্থানটাইমস