একটা সময় ক্রিকেটের পরাশক্তি দেশগুলোর কাছে এক প্রকার নতজানু হয়ে থাকতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির স্থায়ী সদস্য হওয়া সত্ত্বেও বাংলাদেশকে খুব একটা মূল্য দেয়া হতো না। ক্রিকেটের তিন পরাশক্তি ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ইশারাতেই মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং বিশ্ব ক্রিকেটের সকল কলকাঠি নাড়ানো হত।
কিন্তু সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে বাংলাদেশের ক্রিকেটেও। বর্তমানে নানা কারণে বাংলাদেশ দলকে বড় বড় দলগুলো বেশ সমীহ করে। ফলে পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানেও। বিসিবি এখন বিশ্ব ক্রিকেটে ক্ষমতাধর অবস্থানে পৌঁছে গেছে বলে মনে করেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি। নাজমুল হাসান পাপনের দাবি, ক্ষমতার দিক দিয়ে বর্তমানে বিগ থ্রি’র পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান। এখন লাল সবুজের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি কারো ওপর নির্ভরশীল নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
এ প্রসঙ্গে পাপন বলেন, বেসিক্যালি একটা জিনিস সবার মনে করতে হবে। আগে বাংলাদেশের অবস্থান বাইরে, বিশেষ করে আইসিসি বা এসিসিতে আগে যা ছিল তার সঙ্গে কিন্তু এখন আর কোনো মিল নাই। সব পুরো বদলে গেছে।
প্রথমে আমরা যখন ওখানে যাই কোনো অবস্থানই ছিল না। এটা একদম সত্যি কথা। অনেকেই জানে না, ওরা বাংলাদেশকে বাদই দিয়ে দিচ্ছিলো। লিস্ট থেকে বাংলাদেশকে ও জিম্বাবুয়েকে বাদ দিয়ে দিতে চাচ্ছিলো।
বিসিবি সভাপতি আরো বলেন, গত দেড় বছরে পুরো অবস্থা বদলে গেছে। এখন বাংলাদেশকে বলা হয় 'ফোর্থ কান্ট্রি'। ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের এই তিন দেশের পর আরেকটা আছে এখন, সেটা হচ্ছে বাংলাদেশ। যেকোনো বিষয়ে তাদের সঙ্গে আমাদেরও রাজি করাতে হবে। না হলে কোনো কিছু পাশ করানো যাবে না।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ