চেন্নাই সুপার কিংসের সামনে লক্ষ্য ছিল ১৬৫ রান। ধোনির দলের জন্য স্কোরটা খুব বেশি কঠিন হবার কথা ছিল না। কিন্তু সানরাইজার্সের দাপুটে বোলিংয়ে দিন শেষে ৭ রানের জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে আসে। ২০ ওভার শেষে চেন্নাই ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান যোগ সংগ্রহ করতে সক্ষম হয়।
ধোনি (৪৭) ও রবিন্দ্র জাদেজা (৫০) রান নিজেদের নামের পাশে যোগ করে। হায়দরাবাদের পক্ষে নটোরঞ্জ ২ উইকেট তুলে নেয়। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৪ তম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে প্রিয়ম গর্গের অভিষেক অর্ধশতকে ১৬৪ রান সংগ্রহ করে হায়দরাবাদ।
প্রিয়ম গর্গের অপরাজিত ২৬ বলে ৫১ রান ছিল দলের পক্ষে সর্বোচ্চ। চেন্নাইয়ের পক্ষে চাহার ২ ও চাওলা ১ উইকেট নিজেদের করে নেন। ম্যাচ সেরা নির্বাচিত হন প্রিয়ম গর্গে। - আমাদের সময়