করোনা নিয়ম ভেঙে বিতর্কে রবিন উথাপ্পা

ক্রিকেট দুনিয়া October 1, 2020 1,230
করোনা নিয়ম ভেঙে বিতর্কে রবিন উথাপ্পা

করোনা পরিস্থিতিতে খেলায় ফিরলেও সংক্রমণ এড়াতে বেশ কিছু নিয়ম চালু হয়েছে ক্রিকেটে। আইসিসির সেসব নতুন নিয়মের মধ্যে অন্যতম হলো- বলে লালা বা থুথু লাগানো যাবে না। এটি করে ফেললে শাস্তির বিধান রয়েছে।


আর এই নিয়মই একেবারে ভুলে গেলেন রাজস্থান রয়্যালসের রবিন উথাপ্পা। বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষের ম্যাচে বলে ইচ্ছেমত থুতু লাগান তিনি। আর ঘটনাটি ক্যামেরাবন্দি হয়।


বুধবারের ম্যাচে সুনীল নারিনের একটি সহজ ক্যাচ মিস করেন উথাপ্পা। সেই ক্যাচ মিস করার পরই উথাপ্পা বলে লালারস লাগান। এদিকে করোনার নিয়ম না মানায় বিতর্কের ঝড়ে পড়েছেন উথাপ্পা। এমন কাণ্ডে তার কী শাস্তি হওয়া উচিত তা নিয়ে প্রশ্ন ছুড়েছেন অনেকে।


তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন ভুল উথাপ্পা ইচ্ছাকৃত নয় বলেই মনে হচ্ছে। পুরনো অভ্যাসবশত কাজটি করে ফেলেছেন তিনি। হয়ত তাকে সতর্ক করে দেয়া হবে। - যুগান্তর অনলাইন