এলপিএলের প্লেয়ার ড্রাফট থেকে বাদ দেওয়া হল বাংলাদেশীদের

ক্রিকেট দুনিয়া October 1, 2020 4,513
এলপিএলের প্লেয়ার ড্রাফট থেকে বাদ দেওয়া হল বাংলাদেশীদের

লঙ্কান প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফটের প্রাথমিক তালিকাতে বেশ কিছু ক্রিকেটারের নাম থাকলেও চূড়ান্ত তালিকায় কোন বাংলাদেশী ক্রিকেটারকে রাখেনি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। মূলত, বিসিবি সভাপতি বাংলাদেশী ক্রিকেটারদের অনাপত্তিপত্র না দেওয়ার কথা জানানোতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।


শ্রীলঙ্কা সফর স্থগিতের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আসরটিতে খেলতে কাউকে ছাড়পত্র দেবে না বোর্ড। সিরিজ সংক্রান্ত ঝামেলায় দুই বোর্ডের মতানৈক্যের কারণেই হয়তো এবার নিলাম থেকে বাংলাদেশি ক্রিকেটারদেরকে বাদ দিয়েছে আয়োজকরা।


আগের ঘোষণা অনুযায়ী আগামী ১৪ নভেম্বর এলপিএল অনুষ্ঠিত হবার কথা থাকলেও কোয়ারেন্টিন ঝামেলা মেটাতে, সরকারের নির্দেশ মেনে ২১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছে এসএলসি। এতে ১ অক্টোবর প্লেয়ার ড্রাফটের কথা থাকলেও সেটিও পিছিয়েছে ৯ অক্টোবর পর্যন্ত।


ড্রাফটের প্রাথমিক তালিকায় বেশ কয়েকজন বাংলাদেশী ক্রিকেটারের নাম থাকলেও, চূড়ান্ত তালিকায় রাখা হয়নি কাউকেই। মূলত সিরিজ স্থগিতের ঘোষণা দিতে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের করা এলপিএল নিয়ে মন্তব্যের পরই এহেন সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান কর্তৃপক্ষ। - স্পোর্টসজোন২৪