উড়তে থাকা রাজস্থানকে মাটিতে নামিয়ে জয় তুলে নিল কলকাতা

ক্রিকেট দুনিয়া October 1, 2020 1,172
উড়তে থাকা রাজস্থানকে মাটিতে নামিয়ে জয় তুলে নিল কলকাতা

নিজেদের তৃতীয় ম্যাচে বড় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। বুধবার (৩০ সেপ্টেম্বর) উড়তে থাকা রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে প্রথম হারের স্বাদ দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে শাহরুখ খানের দল।


এদিন আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। জবাবে ৯ উইকেটে হারিয়ে ১৩৭ রান করতে সক্ষম হয় রয়্যালসরা।


লক্ষ্য তাড়ায় এদিন শুরু থেকেই নাইট বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে রাজস্থান। স্মিথ, বাটলার, স্যামসনরা কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। ৬৬ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা রয়্যালসদের মান বাঁচিয়েছেন টম কুরান।


সবার আসা যাওয়ার মিছিলেও দারুন ব্যাটিং করেন টম। শেষ পর্যন্ত ৩৬ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। আর তাতেই ১৩৭ রানের সম্মান জনক স্কোরে লজ্জা থেকে রক্ষা পায় রাজস্থান।


এর আগে টস হেরে কলকাতা আগে ব্যাট করতে নেমে ৩৬ রানের জুটি গড়েন শুভমান গিল ও সুনিল নারিন। তবে বেশি সময় ক্রিজে থাকতে পারেন নু নারিন। ১ ছক্কা ও ২ চারে ১৪ বলে ১৫ রান করেন তিনি। এরপর রানাকে নিয়ে গিল ৪৬ রানের জুটি গড়লেও ১৭ বলে ২২ রান করে ফিরেন রানা।


তবে একপাশ থেকে গিল দুর্দান্ত খেলতে থাকলেও অর্ধশতকের দারপ্রান্তে গিয়ে আউট হয়ে ফিরেন। ১ ছক্কা ও ৫ চারে ৩৪ বলে ৪৭ রান করেন তিনি। এরপর রাসেল তান্ডব চালানো শুরু করলেও তার ইনিংসকে বড় করতে পারেননি। ৩ ছক্কায় ১৪ বলে ২৪ রান করেন তিনি। এছাড়া শেষ দিকে মরগানের ২৩ বলে ২ ছক্কা ও ১ চারে ৩৪ রানের উপর ভর করে ১৭৪ রান সংগ্রহ করে কলকাতা।


সংক্ষিপ্ত স্কোর–

কলকাতা: ১৭৪/৬(২০)

গিল ৪৭(৩৪), মরগান ৩৪(২৩)*

আর্চার ২/১৮, উনাড়কট ১/১৪


রাজস্থান রয়্যালস: ১৩৭/৯(২০)

টম কুরান ৫৪(৩৬)*, জস বাটলার ২১(১৬)

কমলেশ নাগরকোটি ২/১৩, শিবাম মাভি ২/২০।


সূত্রঃ স্পোর্টসজোন২৪