আজ মুখোমুখি কলকাতা-রাজস্থান, দেখে নিন দুদলের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া September 30, 2020 2,723
আজ মুখোমুখি কলকাতা-রাজস্থান, দেখে নিন দুদলের সম্ভাব্য একাদশ

আইপিএলের এবারের আসরের ১২তম ম্যাচে আজ মুখোমুখি আন্দ্রে রাসেলদের কলকাতা নাইট রাইডার্স ও জস বাটলারদের রাজস্থান রয়্যালস। বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবে কার্তিক ও স্মিথের নেতৃত্বাধীন দল।


প্রথম দুটো ম্যাচে জয়ী হয়ে এখন অনেকটাই আত্মবিশ্বাসী স্টিভ স্মিথের দল রাজস্থান। প্রথম ম্যাচে চেন্নাইকে হারিয়ে ১৬ রানে জয়ী হয়েছিল তারা। পঞ্জাবের সঙ্গে দ্বিতীয় ম্যাচেও পঞ্জাবকে হারিয়ে জয়ী হয়েছিল স্টিভ স্মিথের দল। তার আছেন পয়েন্ট তালিকার সবার উপরে।


তবে কলকাতা নাইট রাইডার্সও যে কোনও অংশে কম যায়না তা তারা প্রমাণ করেছে তাদের দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচে মুম্বইয়ের কাছে হেরে গিয়েছিল তাঁরা। সেই ম্যাচে ৪৯ রানে হার হয়েছিল তাদের। তবে দ্বিতীয় ম্যাচে কলকাতাবাসীর মুখে হাসি ফুটিয়ে জয়ী হয়েছিল তারাই। হায়দরাবাদকে হারিয়ে ৭ উইকেটে জয়ী হয়েছিল কলকাতা।


রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: জস বাটলার, যশস্বী জয়সোয়াল, সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ, রবিন উথাপ্পা, রিয়ান পরাগ, জোফরা আর্চার, শ্রেয়স গোপাল, টম কারান, জয়দেব উনাদকাট এবং রাহুল তেওয়াটিয়া।


কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ: শুবাম গিল, সুনিল নারিন, নিতিশ রানা, ইয়ন মর্গ্যান, দিনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, নিখিল নায়েক, প্যাট কামিন্স, কুলদিপ যাদব, সন্দীপ ওয়ারিয়র, শিবাম মাভি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪