শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ স্থগিত হওয়ায় বেশ হতাশ হয়ে পড়েছেন লঙ্কা ক্রিকেট দলের প্রধান কোচ মিকি আর্থার। এক টুইটবার্তায় আর্থার লেখেন, খুব হতাশাজনক খবর। আমার স্বপ্ন ছিলো বাংলাদেশের বিরুদ্ধে খেলারঅ শেষ পর্যন্ত স্বপ্ন ভঙ্গুর।
এর আগে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩টি টেস্ট ম্যাচ চলতি বছরের জুলাই-আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় সিরিজটি।
এরপর করোনা পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফেরা শুরু করলে আবারও সিরিজটি আয়োজনের চেষ্টা চালায় দুই দেশের বোর্ড।
তবে লঙ্কান ক্রিকেট বোর্ড জানায়, বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্ত এ শর্তে বিসিবি একমত হয়নি। আর এই কারণেই স্থগিত হওয়া সিরিজটি আবারও স্থগিত হয়ে গেছে। - আমাদের সময়