উইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টাইগাররা!

ক্রিকেট দুনিয়া September 30, 2020 7,077
উইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টাইগাররা!

বাংলাদেশ দল সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছে গত মার্চে, এরপর করোনা মহামারির কারণে স্থগিত হয়ে গেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ। অনেক নাটকীয়তার পর সর্বশেষ আরও একবার স্থগিত হয়ে গেলো শ্রীলঙ্কা সফরও, তাই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রক্রিয়াটা জটিল আর অপেক্ষাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাচ্ছে।


গতকাল নিউজিল্যান্ড ক্রিকেট তাদের আসন্ন গ্রীষ্মের সূচি চূড়ান্ত করেছে, যেখানে আছে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও। এর বাহিরে কোন সিরিজ এখনো চূড়ান্ত নয়, তাই মনে করা হচ্ছিলো মার্চে হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হবে বাংলাদেশ দলের। তবে বিসিবির পরিকল্পনা আলাদা, ২০২১ সালের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে; বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আশা নির্ধারিত সময়েই বাংলাদেশে আসবে তারা।


তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আয়োজন করতে চাইলে দেশের করোনা পরিস্থিতি বর্তমানের চেয়ে অবনতি হওয়া যাবে না, সিরিজটি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। এমন কি সূচিও না-কি চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, পরিস্থিতি ঠিকঠাক থাকলে জানুয়ারি-ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।


সিরিজ নিয়ে আলোচনা চললেও পরিস্থিতির উপরই নির্ভর করবে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, “জানুয়ারিতে দেশের কোভিড পরিস্থিতি দেখে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হবে আমাদের। উইন্ডিজ বোর্ডও দল পাঠানোর আগে নিজেদের মতো করে খোঁজখবর নেবে, পরিস্থিতি অনুকূলে থাকলে নির্ধারিত সময়ে সিরিজটি করার ব্যাপারে আমি আশাবাদী।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪