এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট এবং একটি ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। একটি টেস্ট শেষে করোনা পরিস্থিতির কারণে বাকি ম্যাচগুলো স্থগিত হয়ে যায়।
ব্যস্থ সূচির কারণে বাংলাদেশের বিপক্ষে বাকি থেকে যাওয়া একটি টেস্ট এবং একটি ওয়ানডে চলতি মৌসুমে খেলতে পারছে না পাকিস্তান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের ক্রিকেট বিষয়ক পোর্টাল, ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, সিরিজের বাকি থাকা ম্যাচগুলো ২০২১-২০২২ মৌসুমে আয়োজন করতে আগ্রহী পিসিবি। এজন্য তারা বিসিবিকে চিঠি দিয়েছে।
সূত্রঃ ক্রিকফ্রেন্জি