আজ মুখোমুখি দিল্লি-হায়দ্রাবাদ, দেখে দিন দুদলের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া September 29, 2020 2,171
আজ মুখোমুখি দিল্লি-হায়দ্রাবাদ, দেখে দিন দুদলের সম্ভাব্য একাদশ

উড়তে থাকা দিল্লির চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে হায়দরাবাদ। এখন পর্যন্ত দুটি ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে প্রথম ম্যাচে ১০ রানে পরাজিত হওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের কাছে ৭ উইকেটের হার বরণ করে নিতে হয় ওয়ার্নারবাহিনীকে। দলটির রান রেট মাত্র – ০.৭৩।


এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরটি দারুণভাবে শুরু করেছে দিল্লি ক্যাপিটালস। স্রেয়াশ আইয়ারের নেতৃত্বাধীন দলটি টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।


দিল্লির সামনে এবার সুযোগ এসেছে হ্যাটট্রিক জয় তুলে নেয়ার। আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নামবে তারা। বাংলাদেশ সময় রাত ৮টায় যথারীতি শুরু হবে এই ম্যাচটি।


দিল্লির বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্টে ফিরতে চাইবে হায়দরাবাদ। ফেরার এই লড়াইয়ে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে তারা। ডানহাতি ব্যাটসম্যান প্রিয়াম গার্গের পরিবর্তে দলে আসতে পারেন আবদুল সামাদ। – ক্রিকইনফো


অপরদিকে শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৪৪ রানে হারানো দিল্লির একাদশে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। উইনিং কম্বিনেশন ঠিক রাখতে একই দল নিয়ে খেলতে পারে তারা। সেক্ষেত্রে বিদেশি তারকাদের মধ্যে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস, প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা এবং অ্যানরিক নরকিয়া।


আর হায়দরাবাদ দলে ওয়ার্নার ছাড়া বাকি তিন বিদেশি ক্রিকেটারদের মধ্যে খেলবেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো, আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী এবং লেগ স্পিনার রশিদ খান।


দিল্লি ক্যাপিটালস একাদশ (সম্ভাব্য): পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্রেয়াশ আইয়ার (অধিনায়ক), ঋশভ পান্ত (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, মার্কাস স্টয়নিস, অক্ষর প্যাটেল, অমিত মিশরা, কাগিসো রাবাদা, অ্যানরিক নরকিয়া, আভেস খান।


সানরাইজার্স হায়দরাবাদ একাদশ (সম্ভাব্য): ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনিষ পান্ডে, ঋদ্ধিমান সাহা, মোহাম্মদ নবী, আবদুল সামাদ, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খলিল আহমেদ, থাঙ্গারাসু নটরজান। – ক্রিকফ্রেঞ্জি, আমাদের সময়