ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। দুইয়ে থাকা সুরেশ রায়না কিংবা তিন নম্বরে থাকা রোহিত শর্মার চেয়ে অনেক কম ম্যাচ খেলেই আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তকমা নিজের করে নিয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি।
শুধু আইপিএল নয়; মূলত টি-টোয়েন্টি ক্রিকেটেই ভারতের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এই তালিকায়ও দুই নম্বরে থাকা রোহিত শর্মার চেয়ে অনেক কম ম্যাচ খেলে প্রায় ২০০ রানে এগিয়ে রয়েছেন কোহলি। আইপিএলে তার নামের পাশে রয়েছে ৫৪৩০ রান ও সবধরনের টি-টোয়েন্টি মিলিয়ে করেছেন ৮৯১৮ রান।
কিন্তু এসব পরিসংখ্যানের প্রতিফলন একদমই নেই এবারের আইপিএলে। করোনা লকডাউনের মধ্যেই শুরু হওয়া আইপিএলের ১৩তম আসরে যেন নিজের ছায়া হয়েই রয়েছেন কোহলি। ঠিক কতটা নিষ্প্রভ কোহলি?- তা জানতে একটি পরিসংখ্যানই যথেষ্ঠ। আইপিএলের ১৩ আসরে এতটা বাজে শুরু আগে কখনও করেননি কোহলি।
টুর্নামেন্টের তৃতীয় দিন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএলে যাত্রা শুরু হয়েছে ব্যাঙ্গালুরুর। সেই ম্যাচে ১৩ বলে ১৪ রান করেছিলেন কোহলি। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমে অল্প রানে আউট হওয়া মেনে নেয়াই যায়। কিন্তু পরের দুই ম্যাচেও ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছেন কোহলি।
কিংস এলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৯৭ রানের বড় পরাজয়ের ম্যাচে ৫ বল খেলে মাত্র ১ রান করতে পেরেছিলেন তিনি। আর সবশেষ সোমবার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ব্যাঙ্গালুরু অধিনায়কের অবদান ১১ বল খেলে মাত্র ৩ রান। শুধু এই তিন ম্যাচ নয়; টি-টোয়েন্টিতে সবশেষ ৮ ইনিংসে একবারও ২৫ রান করতে পারেননি কোহলি।
এবারের আইপিএলের প্রথম তিন ম্যাচে কোহলি মোট সংগ্রহ ২৬ বল খেলে মোটে ১৮ রান। আইপিএলের ১৩ আসরের সবকয়টিতেই খেলেছেন কোহলি। কিন্তু এর আগের কোনো আসরেই প্রথম তিন ম্যাচে এত কম রান করেননি তিনি। এর আগে ২০১০ সালের আসরে প্রথম তিন ম্যাচে সবচেয়ে কম ৩৫ রান করেছিলেন কোহলি।
এছাড়া প্রথম তিন ম্যাচ মিলে পঞ্চাশেরও কম রান করেছেন মাত্র একবার; সেটি আইপিএলের প্রথম মৌসুমে। ২০০৮ সালে মাত্র ১৯ বছরের তরুণ কোহলি প্রথম তিন ম্যাচে করেছিলেন ৩৭ রান। এছাড়া বাকি ১০ আসরের প্রথম তিন ম্যাচ মিলে অন্তত ৫০ রান করতে পেরেছেন তিনি।
আইপিএলের কোনো আসরের প্রথম তিন ম্যাচে সবচেয়ে বেশি ১৮৭ রান করেছেন ২০১৬ সালের আসরে। সেবার আইপিএলের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে মোট ৯৭৩ রান করেছিলেন কোহলি। যা এখনও অক্ষত। এছাড়া প্রথম তিন ম্যাচে একশ'র বেশি রান করেছেন আরও চারটি আসরে।
আইপিএলের প্রতি আসরের প্রথম তিন ম্যাচে কোহলির সংগ্রহ
২০০৮- ৩৭ রান
২০০৯- ৬৪ রান
২০১০- ৩৫ রান
২০১১- ১০৬ রান
২০১২- ৭১ রান
২০১৩- ১৬৩ রান
২০১৪- ৮০ রান
২০১৫- ৭২ রান
২০১৬- ১৮৭ রান
২০১৭- ১৫৪ রান
২০১৮- ১০৯ রান
২০১৯- ৫৫ রান
২০২০- ১৮ রান