ওভার প্রতি দশের উপরে রান তোলার চ্যালেঞ্জে শুরুতেই প্রথমসারির ব্যাটসম্যানদের হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বিরাটের দল। পাঞ্জাবের বোলিং তোপে মাত্র ১৭ ওভারেই ১০৯ রানে গুটিয়ে যায় পুরো দল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর লক্ষ্য ছিল ২০৭ রান।
ওয়াসিংটন সুন্দর (৩০) এবি ডিভিলিয়াস (২৮) রান ছাড়া তার কেউ দলের জন্য তেমন কোন স্কোর যোগ করতে পারেনি। একতর্ফা ম্যাচে কিংস ইলেভেন আইপিএলের সবচেয়ে বড় ব্যবধানের জয় নিজেদের নামে করে নেয়।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে মাঠে নামে পাঞ্জাব। লোকেশ রাহুল এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরির সাথে মারমুখো ব্যাটিংয়ে প্রীতি জিনটার দল ২০৬ বিশাল লক্ষ্য দাঁড় করায়। রাহুল ৬৯ বলে ১৩২ রানের দূদান্ত ইনিংসে ৭ ছক্কা ও ১৪ চার মেরে পুরো ক্রিকেট ভক্তদের মাতিয়ে রেখেছিল।
সংক্ষিপ্ত স্কোরঃ
কিংস ইলেভেন পাঞ্জাবঃ ২০৬/৩, ওভারঃ ২০ (লোকেশ রাহুল ১৩২*, মায়াঙ্ক আগারওয়াল ২৬, নিকোলাস পুরান ১৭, করুন নায়ার ১৭*, শিভাম দুবে ২/৩৩, যুজবেন্দ্র চাহাল ১/২৫)।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরঃ ১০৯/১০, ওভারঃ ১৭, (ওয়াশিংটন সুন্দর ৩০, এবি ডি ভিলিয়ার্স ২৮, অ্যারন ফিঞ্চ ২০, নবদ্বীপ সাইনি ৭, মুরুগ্বান অশ্বিন ৩/২১, রবি বিস্ময় ৩/৩২, শেলডন কটরেল ২/১৭)।
ম্যাচ সেরাঃ লোকেশ রাহুল (কিংস ইলেভেন পাঞ্জাব)।
সূত্রঃ আমার সময়, ডেইলি স্পোর্টস বিডি