শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না তামিমদের, লঙ্কান সুপার লিগও বন্ধ!

ক্রিকেট দুনিয়া September 24, 2020 16,952
শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না তামিমদের, লঙ্কান সুপার লিগও বন্ধ!

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিলো। এর আগে এলপিএল শুরুর সম্ভাব্য তারিখ ছিল ২৮ আগস্ট। কিন্তু একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টুর্নামেন্টটি স্থগিত করার ঘোষণা দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।


দেশটির সরকার প্রত্যেক ক্রিকেটারকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনের বিধান নির্ধারণ করে দেয়ায় এখনই শুরু হচ্ছে না টুর্নামেন্টটি। সেক্ষেত্রে আগামী বছর শুরু হতে পারে এলপিএলের আসর বলে জানা গেছে একটি সূত্রে।


একই কারণে বাংলাদেশের আসন্ন শ্রীলঙ্কা সফরও হুকির মুখে পড়েছে। তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে চলতি মাসেই শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেঁধে দেয়া ১৪ দিনের কোয়ারেন্টাইন বিধান মেনে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। - ক্রিকফ্রেন্জি, আমাদের সময়