আজ কলকাতা বনাম মুম্বাই, দেখে নিন দু’দলের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া September 23, 2020 1,318
আজ কলকাতা বনাম মুম্বাই, দেখে নিন দু’দলের সম্ভাব্য একাদশ

গত সাতবারের মতো এবারও হেরেই আইপিএল অভিযান শুরু হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ ৫ উইকেটে হারতে হয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে।

আবু ধাবিতে বুধবার দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টের প্রথম পয়েন্টের লক্ষ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সামনে কলকাতা নাইট রাইডার্স।


যারা টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বুধবার। দলে রয়েছেন সুনীল নারিন-আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটার, যারা সদ্য শেষ হওয়া সিপিএলে ফর্মের তুঙ্গে বিরাজ করেছেন। অর্থাৎ, নাইটদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও রোহিতদের লড়াই নিশ্চিতভাবে খুব একটা সহজ হবে।


এছাড়াও সংক্ষিপ্ত ফর্ম্যাটে এই মুহূর্তে অন্যতম সেরা ব্যাটসম্যান ইয়ন মর্গ্যান রয়েছে শাহরুখ খানের মালিকানাধীন ক্লাবে। রয়েছেন টম ব্যান্টনের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে সাড়াজাগানো ব্যাটসম্যান।


বোলিং বিভাগে রেকর্ড অংকে দলে নেওয়া প্যাট কামিন্স নাইট শিবিরের অন্যতম ভরসা। এছাড়া কুলদীপ যাদব, কমলেশ নাগরকোটি, শিবম মাভি, প্রসিদ্ধ কৃষ্ণার মতো তরুণরাও রয়েছে। পঞ্জাবের তরুণ ব্যাটসম্যান শুভমান গিল ওপেনিংয়ে শুরু করতে পারেন সুনীল নারিনের সঙ্গে।


ম্যাচের আগেরদিন আভাস দিলে অধিনায়ক দীনেশ কার্তিক। একইসঙ্গে প্রথম ম্যাচে মুম্বইয়ের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার বিষয়টিকে ইতিবাচক ভাবেই গ্রহণ করছেন পার্পল ব্রিগেডের অধিনায়ক।


অন্যদিকে চেন্নাইয়ের বিরুদ্ধে হারা ম্যাচের একাদশে খুব একটা বদল না করলেও দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে অনেক বেশি হোম-ওয়ার্ক করে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। তবে প্যাটিনসনের পরিবর্তে কুল্টার-নাইলকে দেখা গেলেও যেতে পারে।


দ্বিতীয় ম্যাচে দেখা যেতে পারে ইশান কিষাণকেও। দু’দলের পরিসংখ্যান যদিও এক্ষেত্রে স্বস্তি দিতে পারে রোহিতদের। নাইটদের বিরুদ্ধে ২৫ বার সাক্ষাতে ১৯ ম্যাচেই জয়ী হয়েছে মুম্বই। সুতরাং, কলকাতার জয় মাত্র ৬টি ম্যাচে।


কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ: সুনীল নারিন, শুভমন গিল, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (অধিনায়ক/ উইকেটরক্ষক), প্যাট কামিন্স, কুলদীপ যাদব, কমলেশ নাগরকোটি, শিবম মাভি, প্রসিধ কৃষ্ণা।


মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি’কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন/কুল্টার-নাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।


সূত্রঃ কলকাতা২৪