আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত অধিনায়ক বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও অজি তারকা ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ সময় রাত ৮ টায় ম্যাচটি শুরু হবে।
দুই দলের ব্যাটিং লাইনআপে রয়েছে একাধিক তারকার। ব্যাঙ্গালোর দল মূলত নির্ভর করে বিরাট কোহলি ও প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্সের উপর। যদিও এবছর আরসিবি দলে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়া দলের সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফলে এবছর আরসিবির ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালি হয়েছে।
অপরদিকে সানরাইজার্স হায়দরবাদ দলও তারকায় ভরপুর। তাদের ওপেনিং জুটি এবারের আইপিএলের অন্যতম সেরা ও বিধ্বংসী ওপেনিং জুটি হওয়ার ক্ষমতা রয়েছে। এসআরএইচের হয়ে এবছর ওপেন করবেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। এছাড়াও মিডল অর্ডারে রয়েছে অপর এক তারকা ব্যাটসম্যান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
দুই দলের সম্ভাব্য সেরা একাদশ–
সানরাইজার্স হায়দ্রাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি ব্যারেস্টো, মণীষ পাণ্ডে, প্রিয়ম গর্গ, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), মহম্মদ নবী, ভুবনেশ্বর কুমার, বাসিল থাম্পি, রশিদ খান, সন্দীপ শর্মা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িকাল, এবি ডেভিলিয়ার্স, মঈন আলি, শিবম দুবে, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, নবদীপ সাইনি, উমেশ যাদব, যজুবেন্দ্র চাহল।
সূত্রঃ স্পোর্টসজোন২৪