টসে জিতে প্রথমে ব্যাটিংএ নামে আফ্রিদির হ্যাম্পশায়ার। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি টি-২০ ব্লাস্টে টানা ৪ বলে ৪ উইকেট নিয়ে ডাবল হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়েছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। এছাড়াও ম্যাচে নিয়েছেন ৬ উইকেট।
টসে জিতে প্রথমে ব্যাটিংএ নামে আফ্রিদির হ্যাম্পশায়ার। ৯ উইকেটে ১৪১ রানের লড়াইয়ের পুঁজি পায় হ্যাম্পশায়ার। জবাবে আফ্রিদির বোলিং তোপে ১২১ রানেই গুটিয়ে যায় মিডলসেক্স। প্রথম স্পেলের ৩ ওভারে ১৩ রান খরচায় নিয়েছিলেন ৩ উইকেট।
শেষের স্পেলে বোলিংএ আসেন ম্যাচের ১৮ তম ওভারে। তখনও জয়ের সমূহ সম্ভাবনা ছিল মিডলসেক্সের সামনে। কিন্তু নিজের কোটার শেষ ওভারের শেষ ৪ বলে বোল্ড করেন ৪ ব্যাটসম্যানকে। আফ্রিদির ৪ বলে যারা শিকার হয়েছেন তারা হলেন, জন সিম্পসন, স্টিভেন ফিন, থিলান ওলাইটা ও টিম মুরতাগ।
এই নিয়ে টি-২০ ক্রিকেটের ষষ্ঠ বোলার হিসেবে দেখা পেলেন ডাবল হ্যাট্রিকের। সব মিলিয়ে ১৯ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হোন আফ্রিদি। মজার ব্যাপার হচ্ছে আফ্রিদির নেয়া ৬ টি উইকেটই ছিল বোল্ড আউট। - ডেইলি স্পোর্টস বিডি