আবুধাবিতে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে ১৩ তম আইপিএলের পথ চলা শুরু। আজ রবিবার লিগের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটাল বনাম কিংস ইলেভেন পাঞ্জাব।
শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস লোকেশ রাহুলের নেতৃত্বাধীন কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।
এই প্রথম আইপিএল অধিনায়কত্ব করতে চলেছেন লোকেশ রাহুল। উইকেট কিপিংয়ের পাশাপাশি এবার প্রীতির দলের ব্যাটন লোকেশ রাহুলের হাতে। অন্যদিকে আইপিএলে তৃতীয় বছরের জন্য দিল্লি দলের অধিনাকত্ব করবেন শ্রেয়স আইয়ার।
আইপিএলের ইতিহাসে দুই দল ২৪ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে কিংস ইলেভেন পাঞ্জাব ১৪ বার ও দিল্লি ক্যাপিটালস ১০ বার ম্যাচ জিতেছে।
• দুই দলের সম্ভাব্য সেরা একাদশঃ
কিংস ইলেভেন: কে এল রাহুল, ক্রিস গেল, মায়াঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, সরফরাজ খান/মনদীপ সিংহ, কে গৌতম, মুজিব-উর-রহমান, মহম্মদ শামি, ঈশান পোড়েল, রবি বিষ্ণোই।
দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধওয়ন, শিমরন হেটমায়ার, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, মার্কাস স্টোইনিস/অ্যালেক্স ক্যারি, অক্ষর পটেল/অমিত মিশ্র, কিমো পল, অশ্বিন, রাবাডা, ইশান্ত শর্মা।
সূত্রঃ স্পোর্টসজোন২৪