ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ শেষে ওয়ানডে র্যাঙ্কিং আপডেট করেছে আইসিসি। যেখানে সবশেষ ২০১৮ সালের অক্টোবরে ব্যাটসম্যানদের তালিকায় সেরা দশে (নবম) ছিলেন বেয়ারস্টো। ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ক্রিস ওকস ও জোফরা আর্চার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজটা দারুণ কেটেছে জনি বেয়ারস্টোর। প্রথম ওয়ানডেতে ৮৪ ও তৃতীয় ওয়ানডেতে ১১২ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য শূন্য রানেই ফিরেছিলেন। তবে দুই ম্যাচে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন র্যাঙ্কিংয়ে এগিয়ে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা দশে উঠে এসেছেন ৩০ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান।
বুধবার সিরিজ নির্ধারনী ম্যাচে জনি বেয়ারস্টোর পাশাপাশি সেঞ্চুরি করেন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যালেক্স ক্যারি। দুজনই র্যাঙ্কিংয়ে এগিয়েছেন। পাঁচ ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠেছেন ম্যাক্সওয়েল। অন্যদিকে এগারো ধাপ এগিয়ে ক্যারির অবস্থান এখন ২৮তম।
ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে ঢুকেছেন। সিরিজে ৬ উইকেট নিয়ে তার অবস্থান এখন চতুর্থ।
ব্যাট হাতেও অবদান রাখায় অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।
১৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১০ম অবস্থানে উঠে এসেছেন জফরা আর্চার, সেখানে যৌথভাবে আছেন মিচেল স্টার্কের সঙ্গে।
অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজলউড দুই বছর পর বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে ঢুকেছেন। ১৫তম স্থান থেকে উঠে এসেছেন ৮ম স্থানে। প্রথম অজি স্পিনার হিসাবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১০ উইকেট নেওয়া অ্যাডাম জাম্পা ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২১ নম্বরে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের বিরাট কোহলি। বোলারদের তালিকায় শীর্ষে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ড বোল্ট। অলরাউন্ডারের তালিকায় শীর্ষে মোহাম্মদ নবী।
সূত্রঃ স্পোর্টসজোন২৪