তোমার প্র্যাকটিস ম্যাচ লাগবেনা, মাঠে নামলেই হবে: সাকিবকে পাপন

ক্রিকেট দুনিয়া September 17, 2020 12,752
তোমার প্র্যাকটিস ম্যাচ লাগবেনা, মাঠে নামলেই হবে: সাকিবকে পাপন

আগামী ২৯ অক্টোকর আইসিসির দেওয়া নিষেধাজ্ঞা মুক্ত হবেন টাইগার সুপারস্টার সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হবেনা তার। তবে দেখা যাবে দ্বিতীয় টেস্টে। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেও আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার আগে সাকিবের কোন প্র্যাকটিস ম্যাচের প্রয়োজন দেখেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব ফিট থাকলেও খেলার জন্য যথেষ্ট বলে করেন বিসিবি বস।


ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের ফেইসবুক পেজ ইউটিউব চ্যানেল নটআউট নোমান-এ দেওয়া বিশেষ সাক্ষাৎকারে নাজমুল হাসান পাপন এমনটাই জানিয়েছেন।


পাপনের ভাষ্যে, ‘ও বলেছিল ম্যাচ প্র্যাকটিস খেলার কথা। আমি বলেছি, তোমার কোনো ম্যাচ প্র্যাকটিস লাগবে না। তুমি নামলেই হবে। তুমি ফিট থাকো। ম্যাচ প্র্যাকটিস খেলার মধ্যেই হবে। না হয় একটা টেস্ট খারাপ হবে, পরেরগুলো আবার ঠিক হয়ে যাবে। অসুবিধা কি। ’


নিষেধাজ্ঞার সময়টায় আকসুর নিয়ম অনুযায়ী সাকিবকে সবকিছু থেকেই দূরে থাকতে হচ্ছে। চাইলেও তিনি বিসিবির অবকাঠামো ব্যবহার করতে পারছেন না। তাইতো যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাকিব মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিকেএসপিতে।


তবে সাকিবের সঙ্গে দলের বা বোর্ডের যে সব সময়ই যোগাযোগ ছিল এবং আছে সেটি নিজেই বলেছেন বিসিবি প্রধান। এমনকি জাতীয় দলের কোচও সাকিবের সঙ্গে ম্যাচ ট্যাকটিসসহ নানা বিষয়ে আলোচনা করেন বলে জানান তিনি।


নাজমুল হাসান বলেন, ‘সাকিবের সাথে সব সময়ই আমাদের যোগাযোগ আছে। আমার অন্তত সরাসরি যোগাযোগ আছে। সাকিবের সাথে নিয়মিত কথা হয়। ও যখন যুক্তরাষ্ট্রে ছিল তখনো নিয়মিত আমার সাথে কথা হয়েছে।


যেটা হয়, কোচও কিন্তু যে কোনো খেলা থাকলে সাকিব না থাকলেও ওর সাথে আলাপ করে নেয়। কারণ ও খুবই অভিজ্ঞ খেলোয়াড়…। কোচদের ধারণা ম্যাচ ট্যাকটিস সম্পর্কে ও খুব ভালো জানে। ’


সূত্রঃ স্পোর্টসজোন২৪