টাইগারদের শ্রীলঙ্কা সফর নিয়ে নতুন শঙ্কা!

ক্রিকেট দুনিয়া September 12, 2020 1,518
টাইগারদের শ্রীলঙ্কা সফর নিয়ে নতুন শঙ্কা!

দেশের ক্রিকেটের আকাশে টানা কয়েকমাস ক’রোনার কালো মেঘ। কিন্তু বেশ কয়েকদিন থেকে লঙ্কা সিরিজের আলোচনা সেই কালো মেঘ কাটিয়ে আশা দিয়েছিল নতুন সূর্য উদয়ের। হঠাৎই সে আশার প্রদীপ যেন আবারো মেঘে ঢেকে যেতে চলেছে। কেননা শঙ্কা দেখা গিয়েছে টাইগারদের এই শ্রীলঙ্কা সফর নিয়ে।


আগের খবর অনুযায়ী, টাইগারদার শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা এ মাসের ২৭ তারিখ। অর্থাৎ হাতে সময় আর ১৫ দিন। ইতোমধ্যেই সেই হিসেব করেই প্রস্তুতি শুরু করেছে বিসিবি। কিন্তু অপরপ্রান্ত থেকে শ্রীলঙ্কা বোর্ড থেকে কোন নির্দেশনা পাচ্ছেনা টাইগারদের অভিভাবক সংস্থা।


যতই দিন যাচ্ছে সফরের সময় কমে আসছে। কিন্তু এখনো সফরের সূচী, সিরিজের সূচী, ভেন্যুর সূচী কিছুই বিসিবিকে দিতে পারেনি স্বাগতিক দেশ। ক’রোনার সময়ে সফরে কি কি গাইডলাইন থাকবে সেটাও এখনো জানায়নি। এমতাবস্থায় আদৌ এই সিরিজ এখনই হবে না কি পেছাবে সেটাও নিশ্চিত নয়।


এদিকে লঙ্কান বোর্ড থেকে এখনো আনুষ্ঠানিক গাইডলাইন না পাওয়ায় পুরো বিষয়টি নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে নারাজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজকে’ আকরাম খান বলেন, ‘হ্যাঁ, আমরা শুনেছি সুরক্ষা সংস্থাগুলো পরামর্শ দিয়েছে যে অনুশীলনের কোন ব্যবস্থা ছাড়াই আমাদের সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার। বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা আরও অনেক কিছুই শুনছি।’


তিনি আরও বলেন, ‘কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে জৈব সুরক্ষা প্ল্যান ও ভ্রমণ নির্দেশনার বিষয়টি পরিষ্কার করছেনা। আমরা আসন্ন শ্রীলঙ্কা সফর সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নেব কেবলমাত্র তাদের পরিকল্পনা ও সূচি যখন পাব। আশা করছি কয়েকদিনের মধ্যে সেটা পাচ্ছি।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪