শ্রীলংকান প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফটে নাম লেখালেন সাকিব

ক্রিকেট দুনিয়া September 11, 2020 2,540
শ্রীলংকান প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফটে নাম লেখালেন সাকিব

অবশেষে মাঠে গড়াচ্ছে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে শ্রীলংকান প্রিমিয়ার লিগ। যা শেষ হবে ১০ ডিসেম্বর। এই টুর্নামেন্টে খেলার জন্য ১৫০ জন বিদেশি ক্রিকেটার নাম লিখিয়েছে বলে জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। যার মধ্যে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।


সাকিব আল হাসানের সহ শ্রীলংকা প্রিমিয়ার লিগে খেলার জন্য নাম লিখিয়েছেন ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহীদ আফ্রিদি, সাকিব-আল-হাসান, রবি বোপারা, কলিন মুনরো, মুনাফ প্যাটেল এবং ভার্নন ফিল্যান্ডার।


সাকিব-আল-হাসান ছাড়াও বাংলাদেশ থেকে প্লেয়ার ড্রাফটে নাম লিখিয়েছেন আরো অনেক ক্রিকেটার। তাদের তালিকা এখনো প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে এই লিগে খেলতে পারেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ সহ জাতীয় দলের অনেক ক্রিকেটার।


আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। ইতিমধ্যেই এই লীগের জন্য চূড়ান্ত হয়ে গিয়েছে পাঁচটি দল। ডাম্বুলা হকস, গল ডলফিনস, জাফনা কোবরাস, কলম্বো লায়নস এবং ক্যান্ডি তাস্কার্স; এ পাঁচটি দল অংশ নেবে এলপিএলে।


সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট