সিপিএলে শিরোপা জয়ের রেকর্ড গড়ল নাইট রাইডার্স

ক্রিকেট দুনিয়া September 11, 2020 1,709
সিপিএলে শিরোপা জয়ের রেকর্ড গড়ল নাইট রাইডার্স

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে লিন্ডল সিমন্সের ঝড়ো ব্যাটিংয়ে সেন্ট লুসিয়া জুকসকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে প্রথম দল হিসেবে অপরাজিত শিরোপা জেতার রেকর্ড গড়েছে ত্রিণবাগো নাইট রাইডার্স। একই সাথে সিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ডও গড়েছে নাইটরা।


আগে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১৫৪ রানে অলআউট হয় সেন্ট লুসিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় নাইটরা।


ব্রায়ান লারা স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাট করতে নামে সেন্ট লুসিয়ার দুই ওপেনার কর্নওয়াল ও মার্ক দেয়াল। শুরুতেই কর্নওয়াল ফিরলেও আন্দ্রে ফ্লেচারকে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন দেয়াল। এরপর দেয়াল ২৭ বলে ২৯ করে ফিরেন। সেই সাথে ২৭ বলে ৩৯ রান করেন ফ্লেচার।


এছাড়া চেজ ১৪ বলে ২২, নাজিবুল্লাহ ১৮ বলে করেন ২৪ রান। ১৯তম ওভারে পোলার্ডের বোলিং তান্ডবে ১৫৪ রানে গুটিয়ে যায় সেন্ট লুসিয়া। ঐ ওভারে পোলার্ড নেন ৩ উইকেট। এছাড়া দুটি করে উইকেট নেন আলী খান ও ফাওয়াদ আলম।


চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে নাইট রাইডার্স। তবে এরপর প্রতিরোধ গড়ে তোলেন ড্যারেন ব্রাভো ও ওপেনার লিন্ডল সিমন্স।


দুর্দান্ত ব্যাটিংয়ে দুজনেই তুলে নেনে ফিফটি। অপরাজিত থেকে ১১ বল আগেই দলের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়েই এই দুই ব্যাটসম্যান। সিমন্স ৮৪* ও ব্রাভো ৫৮ রানে অপরাজিত ছিলেন।


২০১৭ সালে সিপিএলে নাম লেখানো শাহরুখ খানের ত্রিণবাগো নাইট রাইডার্সের এটি চতুর্থ শিরোপা। এর আগে ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড স্টিল নামেও ২০১৫ সালে শিরোপা জিতেছিল দলটি। মালিকানা পরিবর্তনের পর ২০১৭ ও ২০১৮ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।


সব মিলিয়ে এটি তাদের চতুর্থ আর নাইট রাইডার্সের তৃতীয় ট্রফি। দুটোই সিপিএল ইতিহাসে সবচেয়ে শিরোপক জয়ের রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ ২ বার ট্রফি জিতেছে জ্যামাইকা তালাওয়াশ।


এছাড়াও সিপিএলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড এটিই প্রথম। এর আগে গত আসরে সব ম্যাচে অপরাজিত থাকলেও ফাইনালে বার্বাডোসের কাছে হেরে শিরোপা জিততে ব্যর্থ হয়েছিল গায়ানা আমাজন ওয়ারিয়র্স।


সংক্ষিপ্ত স্কোর-

সেন্ট লুসিয়া জুকস: ১৫৪/১০(১৯.১)

ফ্লেচার ৩৯, দেয়াল ২৯

পোলার্ড ৪/৩০, ফাওয়াদ ২/২২


ত্রিণবাগো নাইট রাইডার্স ১৫৭/২(১৮.১)

লিন্ডল সিমন্স ৮৪(৪৯)* ড্যারেন ব্রাভো ৫৮(৪৭)*

রস্টন চেজ ১/১৩।


ম্যাচ সেরা: লিন্ডল সিমন্স।

সিরিজ সেরা: কাইরন পোলার্ড


সূত্রঃ স্পোর্টসজোন২৪