তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর এবার সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। আর সেই সিরিজের জন্যে আগেই দল ঘোষণা করা হলেও এখন নতুন করে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ওপেনার জেসন রয়কে।
এর আগে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দল থেকে ছিটকে যান রয়। বাম সাইড স্ট্রেইনের কারণে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। যার কারণে সেই সিরিজ তো বটেই অষ্ট্রেলিয়ার বিপক্ষে টি- টোয়েন্টি সিরিজও খেলা হয়নি ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের।
তবে আসন্ন ওয়ানডে সিরিজে ইনজুরি থেকে মুক্ত হয়ে ১৪ সদস্যের দলে ফিরছেন তিনি। এছাড়া অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফরম্যান্স করা ডেভিড মালানকে রাখা হয়েছে রিজার্ভ ক্রিকেটার হিসেবে। সেই সাথে রিজার্ভ ক্রিকেটার থেকে বাদ পড়েছেন জো ডেনলি। তিনি খেলবেন ইংলিশ ঘরোয়া লিগ কেন্টে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ১৪ সদস্যের ওয়ানডে স্কোয়াড
ইয়ন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, মঈন আলী, জফরা আর্চার, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ক্রিস ওকস ও মার্ক উড।
-দ্যা গ্যালারি, আমাদের সময়