সিপিএলের ফাইনালে আজ মুখোমুখি পোলার্ড - স্যামি

ক্রিকেট দুনিয়া September 10, 2020 1,638
সিপিএলের ফাইনালে আজ মুখোমুখি পোলার্ড - স্যামি

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে উঠেছে ত্রিনবাগো নাইট রাইডার্সে ও সেন্ট লুসিয়া জুকস। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শিরোপার লড়াইয়ে নামবে দুই দল।


মঙ্গলবার আসরের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে ত্রিনবাগো ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে।


আর দ্বিতীয় সেমিফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে স্রেফ উড়িয়ে দেয় সেন্ট লুসিয়া জুকস। তুলে নেয় ১০ উইকেটের জয়।


ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সেন্ট লুসিয়ার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় গায়ানা। ড্যারেন স্যামির সেন্ট লুসিয়া ৪.৩ ওভারেই তুলে নেয় জয়।


দলটির জয়ের নায়ক মার্ক ডিয়াল। মাত্র ১ ওভার বল করে তিনি ২ উইকেট নেন। পরে ব্যাট হাতে করেন অপরাজিত ১৯ রান। আরেক ওপেনার রাহকিম কর্নওয়াল অপরাজিত ৩২ রান করেন।


এদিকে প্রথম সেমিফাইনালে টস জিতে প্রতিপক্ষে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ত্রিনবাগো। রাসেলের জ্যামাইকা ৭ উইকেটে ১০৭ রানের বেশি করতে পারেনি।


১০৮ রানের ছোট্ট লক্ষ্যটা ৫ ওভার বাকি থাকতেই ছুঁয়ে ফেলে ত্রিনবাগো। দলটির জয়ের নায়ক আকেয়াল হোসেইন। ৪ ওভার বল করে ১ মেডেন দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। - স্পোর্টসজোন২৪