শ্রীলঙ্কা-বাংলাদেশের প্রথম দুই টেস্টের ভেন্যু পরিবর্তন

ক্রিকেট দুনিয়া September 9, 2020 1,842
শ্রীলঙ্কা-বাংলাদেশের প্রথম দুই টেস্টের ভেন্যু পরিবর্তন

বাংলাদেশ ক্রিকেট দল দীর্ঘদিন ধওে করোনার কারণে মাঠের বাইরে ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও ক্রিকেটে ফিরছে তামিম-মুশফিকরা।


শ্রীলংকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দেশটির রাজধানী কলম্বোতে। তবে জানা গেল, সফরের প্রথম দুটি টেস্টের ভেন্যু পরিবর্তন করা হয়েছে।


কলোম্বোর পরিবর্তে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি। শেষ ম্যাচটি অবশ্য সূচী অনুযায়ী কলম্বোতেই হবে। শ্রীলঙ্কান ক্রিকেটের বোর্ড (এসএলসি) সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম দ্য আইল্যান্ড।


ভেন্যু পরিবর্তন হলেও তিন ম্যাচের এই সিরিজের জন্য এখনো তারিখ নির্ধারণ করেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পক্ষ থেকে আগেই জানিয়েছিল, সিরিজের প্রথম টেস্ট ২৪ অক্টোবর শুরুর সম্ভবানা রয়েছে। চলতি মাসের শেষ দিকে মুমিনুল হকের নেতৃত্বে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ক্রিকেট দল।- দ্য আইল্যান্ড/ ক্রিকফ্রেঞ্জি