বাবর আজমকে হটিয়ে টি-২০ র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ডেভিড মালান

ক্রিকেট দুনিয়া September 9, 2020 17,509
বাবর আজমকে হটিয়ে টি-২০ র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ডেভিড মালান

সদ্য ঘোষিত আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাবর আজমেক হটিয়ে সবার শীর্ষে উঠে এসেছেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে দারুণ ব্যাট করার ফল পেয়েছেন হাতেনাতে।


গত নভেম্বরে ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট অর্জন করা ডেভিড মালান পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফর্ম করে শীর্ষ পাঁচে জায়গা করে নেন।


এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১২৯ রান করে ৪ ধাপ এগিয়ে সবার শীর্ষে উঠে এসেছেন মালান। যেখানে প্রথম ম্যাচে ৬৬, দ্বিতীয় ম্যাচে ৪২ ও শেষ টি-টোয়েন্টিতে ২১ রান করেন তিনি।


নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ডেভিড মালানের রেটিং ৮৭৭ আর শীর্ষস্থান হারিয়ে দুইয়ে নেমে যাওয়া বাবর আজমের রেটিং ৮৬৯।


এদিকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারলেও শেষ ম্যাচে জয়ে দলীয় র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। - স্পোর্টসজোন২৪