ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল হচ্ছে- ত্রিনবাগো নাইট রাইডার্স, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, সেন্ট লুসিয়া জুকস ও জ্যামাইকা তালাওয়াস।
গতকাল (৭ সেপ্টেম্বর) শেষ হয়েছে গ্রুপ পর্বের ৩০টি ম্যাচ। আর গ্রুপ পর্ব শেষে ১০ ম্যাচের দশটিতেই জয় নিয়ে সবার শীর্ষে আছে ত্রিনবাগো নাইট রাইডার্স। এরপর ১০ ম্যাচের ছয়টিতে জয় নিয়ে পয়েন্টে সমান গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও সেন্ট লুসিয়া জুকস।
তবে রান রেটে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে সেন্ট লুসিয়া জুকস। আর ১০ ম্যাচে তিনটিতে জয় নিয়ে চতুর্থ স্থানে আছে জ্যামাইকা তালাওয়াস।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে প্রথম ও চতুর্থ দল। সে হিসেবে ত্রিনবাগো নাইট রাইডার্সের মুখোমুখি জ্যামাইকা তালাওয়াস। ম্যাচটি শুরু হবে ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৮টায়।
এছাড়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় ও তৃতীয় দল। সে হিসেবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি সেন্ট লুসিয়া জুকস। ম্যাচটি শুরু হবে ৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৩টা ৩০ মিনিট।
সূত্রঃ স্পোর্টসজোন২৪