এবার ক’রোনা হানা দিয়েছে দিল্লি ক্যাপিটালসে

ক্রিকেট দুনিয়া September 7, 2020 1,148
এবার ক’রোনা হানা দিয়েছে দিল্লি ক্যাপিটালসে

চেন্নাই সুপার কিংসের পরে এবার ক’রোনা ভাইরাস হানা দিয়েছে দিল্লি ক্যাপিটালসে। দলটির সহকারী ফিজিয়োথেরাপিস্টের শরীরে ধরা পড়েছে অদৃশ্য এই ভাইরাস। গতকাল রবিবার দলের তরফে বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস।


সেই বার্তায় জানানো হয়েছে, “দুবাই পৌঁছনোর পরে কোনও ক্রিকেটারের নিকটে আসেনি আমাদের ফিজিয়োথেরাপিস্ট। আশা করা যায়, ১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে ফিরবে সে।’’


দুবাইয়ে পৌঁছনোর পরে প্রথম দুটি ক’রোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। কিন্তু তার তৃতীয় পরীক্ষার ফল পজিটিভ আসে। আর তাই তাঁকে ১৪ দিনের কোয়রান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তার পরে হবে আরও দুটি করোনা পরীক্ষা হবে।


এর আগে ধোনির চেন্নাই সুপার কিংস দলে ১৩ জনের বেশি ক’রোনাভাইরাসে আ’ক্রান্ত হয়েছিল। যার মধ্যে দুই জন ক্রিকেটারও আছেন। অবশ্য পরবর্তীতে একাধিকবার টেস্ট করা হলে তারা এই ভাইরাস থেকে মুক্তি পান। এছাড়া ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবারের আসর।


সূত্রঃ স্পোর্টসজোন২৪