বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল তৈরি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে লঙ্কান বোর্ড আনুষ্ঠানিক ভাবে দল ঘোষণা না দিলেও দেশটির ইংরেজি দৈনিক ‘দ্য সানডে টাইমস’ স্কোয়াড প্রকাশ করেছে।
সেই স্কোয়াডে দলের নেতৃত্বে থাকছেন দিমুথ করুনারত্নে। এছাড়া স্কোয়াডে রাখা হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমালের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। সেই সাথে নতুন মুখও আছে বেশ কয়েকজন। লাহিরু উদারা, দুভিন্দু তিলকারত্নে, সান্থুস গুনাথিলাকা, মিনোদ ভানুকা, ওয়ানিন্দু হাসারাঙ্গারাও আছেন ‘দ্য সানডে টাইমস’-এর প্রকাশিত স্কোয়াডে।
ক’রোনা বিরতির পর এই সিরিজ দিয়েই দু’দল প্রথমবারের মতো ফিরবে আন্তজার্তিক ক্রিকেটে। এই সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। এছাড়া এখনো সূচি চূড়ান্ত হয়নি। সম্ভাব্য সূচি অনুযায়ী ২৩ অক্টোবর প্রথম টেস্ট, ৩১ অক্টোবর দ্বিতীয় ও ৮ নভেম্বর সিরিজের শেষ ম্যাচ খেলবে দু’দল।
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড: দিমুথ করুনারত্নে, (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, কুশল পেরেরা, নিরোশান ডিকওয়েলা, ওসাডা ফার্নান্ডো, লাহিরু উদারা, কুশল মেন্ডিস, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, সান্থুস গুনাথিলাকা, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, লক্ষ্মণ সান্দাকান, লাসিথ এম্বুলদেনিয়া, দুভিন্দু তিলকারত্নে, সুরঙ্গা লাকমল, কাশুন রাজিথা, আসিথা ফার্নান্ডো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্ডো।
সূত্রঃ স্পোর্টসজোন২৪