কাউন্টি ক্রিকেটে বিদেশী ক্রিকেটার হিসেবে খেলছিলেন মিচ ক্লেডন। যিনি ম‚লত একজন অস্ট্রেলিয়ান পেসার। বব উইলস ট্রফিতে সাসেক্সের এই পেসার মিডলসেক্সের বিপক্ষে একটি ম্যাচে বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন ক্লেডন। ফলে তাকে নিষিদ্ধ করেছে তার দল সাসেক্স। করোনার প্রকোপ বেড়ে যাওয়ার পরই বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা আনে আইসিসি।
বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করাও আইসিসির চোখে শাস্তিযোগ্য অপরাধ। এক বিবৃতিতে সাসেক্স বলেছে, ‘ইসিবির তদন্তে জানা যায়, মিডলসেক্সের বিপক্ষে আমাদের ম্যাচে বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন ৩৭ বছর বয়সি এই পেসার মিচ ক্লেডন। তাকে বহিষ্কার করা হয়েছে। এই মুহ‚র্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না।’ – দ্যা গ্যালারি, আমাদের সময়