ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজেদের নবম ম্যাচেও টানা জয় পেয়েছে ত্রিণবাগো নাইট রাইডার্স (টিকেআর)। নবম জয়ের ম্যাচটিতে তারা সেন্ট লুসিয়া জুকসকে ২৩ রানে হারিয়েছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে টিকেআর। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ড্যারেন ব্রাভো। আর ইনিংসের শেষ দিকে ২১ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন কাইরণ পোলার্ড।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান করতে সক্ষম হয় সেন্ট লুসিয়া জুকস। ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতে দুর্দান্ত বোলিংয়ে সেন্ট লুসিয়াকে একাই ধ্বসে দেন পোলার্ড। ৪ ওভার বোলিংয়ে ৩৫ রান খরচায় নেন ৩ উইকেট। জুকসের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন আন্দ্রে ফ্লেচার।
সংক্ষিপ্ত স্কোর:
ত্রিণবাগো নাইট রাইডার্স ১৭৫/৫(২০)
ড্যারেন ব্রাভো ৫০(৪২), কাইরন পোলার্ড ৪২(২১)
স্কট কুগলেইজিন ২/৩৫, ড্যারেন স্যামি ১/১৯।
সেন্ট লুসিয়া জুকস ১৫২/৭(২০)
আন্দ্রে ফ্লেচার ৪২(২৭), মার্ক দেয়াল ৪০(৩৩)
কাইরন পোলার্ড ৩/৩৫, জেইডেন সিয়েলস ২/২১।
সূত্রঃ স্পোর্টসজোন২৪