নানা নাটকীয়তার পর অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। বহুল প্রতীক্ষিত আইপিএল-২০ এর পূর্নাঙ্গ সূচি প্রকাশ করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আজ (রোববার) আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের ১৩ তম আসরের পূর্নাঙ্গ সূচনা করা হবে বলে জানিয়েছেন আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।
গত বছরের দুই ফাইনালিস্টের মধ্য লড়াই দিয়ে এবার আইপিএলের এবারের আসরও যথারীতি শুরু হওয়ার কথা। তবে চেন্নাই শিবিরে ক’রোনা হানা শঙ্কার সৃষ্টি হয়। যদিও ১৯ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মাঠে নামার বিষয়ে বিসিসিআই এখনও আশাবাদী। উদ্ভূত পরিস্থিতিতে পরিকল্পনায় কোনও বদল করা হয় কিনা, আজই সেই ছবিটা স্পষ্ট হয়ে যেতে চলেছে।
শনিবার ব্রিজেশ প্যাটেল টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়র লিগের সূচি ঘোষণা করে হবে আগামী কাল (৬ সেপ্টেম্বর)।’
আইপিএল শুরু হতে ঠিক দু’সপ্তাহ সময় হাতে রয়েছে। দলগুলি আমিরাতে পৌঁছে প্রস্তুতি শুরু করে দিয়েছে বেশ কিছুদিন হল। অথচ এখনও কোনও দলেরই জানা নেই কবে কাদের বিরুদ্ধে কোথায় মাঠে নামতে হবে তাদের। আসলে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই বিসিসিআই এখনও আইপিএলের সূচি ঘোষণা করেনি।
ক’রোনাভাইরাস মহামারির কারণে এবারের আইপিএল হবে সংযুক্ত আরব আমিরাতের মাঠে। আগামী ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে বল। টুর্নামেন্টের ফাইনাল ১০ নভেম্বর। - স্পোর্টসজোন২৪