সবার আগে বাংলাদেশ দল: আইপিএলের প্রশ্নে মোস্তাফিজ

ক্রিকেট দুনিয়া September 5, 2020 4,190
সবার আগে বাংলাদেশ দল: আইপিএলের প্রশ্নে মোস্তাফিজ

দুই বড় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দলে মোস্তাফিজকে নিতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু বিসিবির কাছে অনাপত্তিপত্র চাইলে সামনে শ্রীলঙ্কা সফরের কথা চিন্তা করে তাকে আর এনওসি দেয়নি বোর্ড।


এতে ভক্তদের আফসোস হলেও অবশ্য আফসোস হচ্ছেনা ফিজের। কেননা কাটার মাস্টারের কাছে সবার আগে বাংলাদেশ দল। আর আইপিএলের চাইতে তার ভাবনায় এখন বেশি টাইগারদের শ্রীলঙ্কা সফর।


এ ব্যাপারে মোস্তাফিজ বলেন, ‘দুই ফ্র্যাঞ্চাইজি থেকে প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু একই সময়ে আমাদের শ্রীলঙ্কা সফর আছে। ওরা বিসিবির কাছে জানতে চেয়েছিল, আমাকে আইপিএলে পাওয়া সম্ভব কিনা। বিসিবি তাদের জানিয়ে দিয়েছে যে, এই সময়ে আমরা শ্রীলঙ্কা সফরে যাব, আমাকে পাওয়া সম্ভব নয়।’


অবশ্য শুধু বিসিবি নয় কোটি টাকার প্রস্তাবের চেয়ে মোস্তাফিজের কাছে প্রাধান্য পাচ্ছে বাংলাদেশ দলের আসন্ন সিরিজ, ‘আমার কাছে বাংলাদেশ দল সবার আগে। আমার ভাবনায় এখন শুধুই শ্রীলঙ্কা সফর। সামনে এমন সুযোগ আশা করি আরও আসবে।’


সূত্রঃ আমাদের সময়